বৃহস্পতিবার ৭ নভেম্বর, ২০২৪


পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: সংগৃহীত।

পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর মন্তব্যের পরেই কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গলায়। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের অবস্থানের সমালোচনা করে শ্রীনগরের আসন্ন জি২০ বৈঠকের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।
শুক্রবার জয়শঙ্কর বলেন, ‘‘জি২০-র সঙ্গে তাদের (পাকিস্তানের) কোনও সম্পর্কই নেই। সেই সঙ্গে বলব, শ্রীনগরের সঙ্গেও তাদের কোনও সম্পর্ক নেই। কাশ্মীর নিয়ে আলোচনা করার জন্য কেবল একটি বিষয়ই আছে তা হল, পাকিস্তান কখন অধিকৃত কাশ্মীরের অবৈধ দখলদারি ছাড়বে।’’
আরও পড়ুন:

ইলিয়ানার ভাবী সন্তানের বাবা কে, প্রশ্নের মুখে বলিউড তারকা! রাতের ঘুম উড়েছে, পেটে খুব অস্বস্তি অভিনেত্রীর

পছন্দের জামায় ঘামের দাগ? সহজে দূর করুন এই ৫ ঘরোয়া উপায়ে

দহনকালের দুপুরেও সঙ্গম? শরীরের উষষ্ণতাও তো বাড়ন্ত! সুস্থ থাকতে কী করবেন?

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি শাংহাই কো-অপারেশনের বৈঠকে যোগ দিতে গোয়া আসেন। সেখানে শুক্রবার বিলাবল ভুট্টো বলেছিলেন, ‘‘ভারত ২০১৯ সালের ৫ অগস্ট নেওয়া পদক্ষেপ (৩৭০ ধারা বাতিল) নিয়ে পর্যালোচনা না করলে, পাকিস্তানও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার মতো অবস্থানে থাকতে পারবে না।’’ এর পরেই কাশ্মীর নিয়ে পাক বিলাবল ভুট্টোর মন্তব্যের কড়া জবাব দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জয়শঙ্কর।
আরও পড়ুন:

ফ্রিজে পনির রাখলে শক্ত হয়ে যাচ্ছে? তাহলে কী ভাবে পনির টাটকা ও নরম রাখবেন

বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবেন সুশান্ত সিংহ রাজপুত, ১২ মে মুক্তি পাচ্ছে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’

শ্রীনগরে আগামী ২২ থেকে ২৪ মে জি২০-র পর্যটন সংক্রান্ত কার্যকরী গোষ্ঠীর বৈঠক বসবে। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালের মার্চ মাসে কাশ্মীরে হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে ৩৬টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন। কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য, ফের সেখানে জি২০ আয়োজন করে পাকিস্তানের উপরে চাপ বাড়াতে চায় ভারত। পাকিস্তান শ্রীনগরে জি২০ বৈঠকেরর বিরোধিতা করলেও ভারত তা পত্রপাঠ খারিজ করে দিয়েছে।

Skip to content