বুধবার ২৭ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

কলকাতায় আরও বর্ষণ হবে। আলিপুর আবহাওয়া দফতর এমনই পূর্বাভাস জারি করেছে। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে। শহরে রবিবার দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি। এর জের অসহনীয় গরম উধাও। এবার দুপুরের পরে হাওয়া দফতর সন্ধ্যাতেও বর্ষণেরও পূর্বাভাস জারি করেছে।
আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আলিপুরে রবিবার বিকেল ৫টা ২৫ মিনিটে ঝোড়ো হাওয়া বয়েছে ঘণ্টায় ৫৫ কিমি বেগে। স্থায়ী হয়েছিল ১ মিনিট। দমদমে রবিবার দুপুর ১টা ২৪ মিনিট নাগাদ হাওয়ার বেগ ছিল ঘণ্টায় ৬৪ কিমি। হাওয়া অফিস জানিয়েছে কলকাতায় রবিবার বিকেলে কালবৈশাখী হয়েছে বলে।
আরও পড়ুন:

নুডলসে চাই নতুনত্ব! নিমেষে বাড়িতেই তৈরি করে ফেলুন চিলি গার্লিক নুডলস

ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?

হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে এখন কয়েক দিন বাংলার একাধিক জেলায় বর্ষণ চলবে। দক্ষিণবঙ্গে আগামী ৩ মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। রবিবার শিলাবৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণ হতে পারে। উত্তরের জেলাগুলিতে আগামী ২ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

Skip to content