ছবি: প্রতীকী।
শেষমেশ কলকাতায় স্বস্তির বৃষ্টি নামল। গত কয়েক দিন ধরেই হাওয়া অফিসের পূর্বাভাস ছিল শহরেও বৃষ্টি হবে। কিন্তু কোনও ভাবে হচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার বিকেলেই সেই কাঙ্ক্ষিত বর্ষণের দেখা মিলল।
হাওয়া অফিস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল। সেই সঙ্গে বলা হয়েছিল ঝোড়ো হাওয়া বইতে পারে। এও জানানো হয়েছিল ঘণ্টার মধ্যেই বৃষ্টি হতে পারে। হাওয়া দফতর এও জানিয়েছিল শুধু কলকাতা নয়, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
আপনি কি চুলের বাড়তি যত্নে হেয়ার মাস্ক লাগাচ্ছেন? কিন্তু ব্যবহারের নিয়ম জানেন তো
সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়বে আগামী ২ মে থেকে, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ একটি নতুন বুলেটিন প্রকাশ করে। সেই বুলেটিনে বলা হয়েছিল, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও এলাকায়। পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৩৪: ‘মুকুল মুঞ্জরা’ গিরিশচন্দ্রকে নাট্যজগতে স্বতন্ত্র করে তুলেছে
দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং, ২য় খণ্ড, পর্ব-১৪: তোকে দেখে দশটা লোক শিখবে, কারও ক্ষতি না করেও নিজের ভালো করা যায়…
হাওয়া অফিস বজ্রপাত নিয়েও সতর্কতা জারি করেছিল। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। রাজ্যের একাধিক জেলাতেই নেমেছে বৃষ্টি চলছে। বোলপুর এবং উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় শিলাবৃষ্টি হয়েছে।