বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পর অনেকটাই তাপমাত্রা কমেছে। তীব্র দাবদাহে পুড়েছিল দক্ষিণবঙ্গ। তবে বাদ যায়নি উত্তরবঙ্গও। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর ফের ভালো খবর শুনিয়েছে সুখবর। হাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৩ থেকে ৪ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক এল্কায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
স্বস্তির বার্তা উত্তরবঙ্গের জন্যও রয়েছে। বুধবার থেকেই উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর-সহ মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি নামতে পারে। হাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৮: রামচন্দ্রের কৈশোর, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র: এক অনন্য উত্তরণ

এ বার উচ্চ মাধ্যমিকে নতুন দুটি বিষয় পড়াবে স্কুলগুলি, বিজ্ঞপ্তি জারি পর্ষদের

ভিজতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হাওড়া, হুগলি এবং কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি: পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়

ইলিয়ানার সন্তানের পিতা কি ক্যাটরিনার ভাই-ই? আগেই ফাঁস করেছেন করণ জোহর

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ পারদ ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে।

Skip to content