রবিবার ১০ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

একটি বাড়ি অথবা ফ্ল্যাটে দরজার গুরুত্ব অপরিসীম। প্রাচীন গ্রন্থাদিতে দরজার সম্পর্কে যেসব নিয়মের কথা বলা হয়েছে তা মেনে দরজা তৈরি করে তাকে বাড়ি বা ফ্ল্যাটে স্থাপন করলে বাড়ির বাসিন্দাদের শান্তি সুখ ও সমৃদ্ধি লাভ হয়।

প্রথমেই প্রধান প্রবেশদ্বার অথবা দরজার নিয়ে কয়েকটি জরুরি কথা বলা প্রয়োজন। প্রধান দ্বারই যেন প্রবেশদ্বার হয় এটা মাথায় রাখতে হবে। কারণ, এই নিয়মই হল লক্ষ্মীর প্রবেশ পথের পদক্ষেপ। প্রবেশদ্বারের তোরণ আলপনা ইত্যাদি দিয়ে সাজানো উচিত। উৎসব অনুষ্ঠান ছাড়াও প্রধান প্রবেশদ্বারকে স্থায়ীভাবে সাজিয়ে রাখা উচিত।
প্রধান প্রবেশ দ্বারের বাইরে অংশেও চিহ্ন লিখে দেওয়া প্রয়োজন। এই চিহ্ন এমন ভাবে থাকবে যাতে বাইরে থেকে সকলে নজরে পড়ে। প্রধান প্রবেশদ্বারের ভেতরের দিকে পবিত্র স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। যাতে ঘর থেকে বাইরে বেরোনোর সময় স্বস্তিক চিহ্ন নজরে পড়ে। যেকোনও রকমের তোরণ ডিজাইনের দরজা হলে ক্ষতি নেই। কিন্তু প্রতিটি যেন পাঁচটির বেশি অংশ জুড়ে তৈরি না হয়।
আরও পড়ুন:

বাস্তুবিজ্ঞান, পর্ব-১৭: সাধের বাড়ির জন্য কেমন জমি ভালো? জেনে নিন বাস্তুশাস্ত্র মতে আদর্শ জমির বৈজ্ঞানিক ব্যাখ্যা

দশভুজা: আমি বনফুল গো: তিনিই ছিলেন ভারতীয় ছবির প্রথম সিঙ্গিং সুপারস্টার/১

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৬: রতনপুর মহামায়া দর্শন

দরজা সম্পর্কে আরও যেসব নিয়ম আছে সেগুলি হল, কোনও অবস্থাতেই দরজার উচ্চতা যেন চওড়ার দ্বিগুনের চেয়ে কম না হয়। এ সম্পর্কে বৃহৎসংহিতা, সমরাঙ্গণ সূত্রধর পরস্পর একই মতামত পোষণ করেন। দরজা শক্তপোক্তভাবে তৈরি করতে হবে। বাস্তুবিদ্যায় প্রায় প্রতিটি গ্রন্থে উপযুক্ত লিন্টেল ও সাইড ফ্রেম ব্যবহার করে মজবুত দরজা তৈরি করার কথা বলা হয়েছে।
আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব-৪৩: সীতার মনে কি আশঙ্কার অশনি সংকেত?

মহাকাব্যের কথকতা, পর্ব-৭: ভারতের উত্তরাধিকার, কৌরব ও পাণ্ডবগণ

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-১: রাজার ছেলেদের রাজনীতি-কূটনীতি শেখানোর জন্যই লেখা হয়েছিল এই গ্রন্থ

কাঠ অবশ্যই হতে হবে নতুন আর উৎকৃষ্ট মানের। কাঠের দরজা প্রবেশদ্বারে ব্যবহার করা আবশ্যক। বিভিন্ন রকমের ধাতু দরজায় ব্যবহার করলে দরজা হয় মজবুত ও শক্ত পোক্ত। দরজা এরকমভাবে তৈরি করতে হবে যাতে খোলা এবং বন্ধের সময় শব্দ না হয়। স্বয়ংক্রিয়ভাবে খোলা বা বন্ধ হওয়া দরজা উপযুক্ত নয়।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫২: প্রাকৃতিক উপায়ে মাছের ফলন বাড়াতে পুকুরে উদ্ভিদকণা ও প্রাণীকণার ভারসাম্য ঠিক রাখা জরুরি

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৬: গরমে কক্ষনও ডিম খেতে নেই?

পঞ্চমে মেলোডি, পর্ব-৭: পঞ্চমের কথা মতো ড্রাম ছেড়ে অমরুতের পিঠের উপর স্যাম্পল রিদম বাজাতে শুরু করলেন ফ্রাঙ্কো!

প্রধান প্রবেশদ্বার অন্যান্য দরজার তুলনায় বড় মজবুত ও সুসজ্জিত হওয়া উচিত। যাতে প্রতিটি দরজায় সামঞ্জস্য থাকে সেজন্য অন্যান্য দরজা উচ্চতায় ও চওড়ায় একই মাপের হওয়া চাই। প্রধান প্রবেশ দরজা ঘড়ির কাঁটার নিয়মে ডান দিকে খুলতে হবে। দ্বার দু’ প্রকারের—সব্যদ্বার ও অপসব্য দ্বার। বাইরে দরজা ভিতর থেকে প্রবেশ করার সময় বাম দিকে ঘুরলে সেই দ্বারকে সব্যদ্বার বলে। সর্বদা শাস্ত্রীয় মতে শুভ এটি। ফলে সুখ, ধনধান্য ও সন্তানাদি বৃদ্ধি হয় গৃহে।
আবার যদি বাইরের দরজা থেকে ভেতরে প্রবেশের সময় দরজা বাঁদিকে পড়ে, তবে সেটি হল অপসব্যদ্বার। এটি অশুভ। এর ফলে অর্থহানি বন্ধু-বান্ধব হানি এবং বাড়িতে রোগের প্রকোপ দেখা যায়। —চলবে
* বাস্তুবিজ্ঞান (Vastu Shastra): সুরেন্দ্র কাপুর (Surendra Kapoor), বিশিষ্ট বাস্তুবিদ।

Skip to content