সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

একটানা দশ দশটা দিন তীব্র গরমে হাঁসফাঁস অবস্থার অবশেষে ঝাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস। বর্ষণে রাজ্যের বেশিরভাগ জেলাই ভিজতে পারে। আলিপুরের হাওয়া অফিস শনিবার এমনটাই পূর্বাভাস দিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবক’টি জেলায় শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যাবে। আগামী মঙ্গলবার অবধি আবহাওয়া বৃষ্টির অনুকূল থাকবে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়ায়, মুর্শিদাবাদ। সর্বত্রই হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। কোনও কোনও জায়গায় হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটারও।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, মালদহে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। শনিবার কালিম্পং এবং আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির প্রভাব বেশি থাকবে। আবহবিদদের কথায়, শনিবার দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতে বর্ষণের পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত।
আরও পড়ুন:

দশভুজা: আমি বনফুল গো: তিনিই ছিলেন ভারতীয় ছবির প্রথম সিঙ্গিং সুপারস্টার/১

তীব্র গরমে শরীরে জলের অভাব হলেই বিপদ! কোন কোন উপসর্গে বুঝবেন আপনার জল খাওয়া কম হচ্ছে

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং ঝাড়গ্রাম— এই আট জেলায় শনিবার বৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। আজ শনিবার শহরের আকাশে মেঘের আনাগোনা থাকবে। তুলনায় তাপমাত্রার পারদও কিছুটা কম থাকবে। হাওয়া দফতর এও জানিয়েছে, রবিবার থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ, কেন তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন প্রিয়ঙ্কা?

ঠিক কত বার যৌন মিলনে দাম্পত্য সুখের হয়

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজস্থান এবং মধ্যপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ডের কাছে। এই জোড়া প্রভাবে মূলত বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। পাশাপাশি এর জেরে গ্রীষ্মের মাঝে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে তাপমাত্রাও খানিকটা কমবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। কোথাও কোথাও আরও ২ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে।

Skip to content