শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


শীর্ষ আদালতের প্রথম দৃষ্টিহীন ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হলেন এন বিশাখামূর্তি

দু’চোখের ‘অন্ধকার’ কোনও দিন ঘুচবে না, বুঝে গিয়েছেন ছোটবেলাতেই। তবে এন বিশাখামূর্তি হাল ছাড়েননি। তিনি অবিচল থেকেছেন তাঁর স্বপ্নপূরণে। ৭০ শতাংশ দৃষ্টিশক্তিহীন বিশাখামূর্তি স্কুল থেকে আইন কলেজ— সব পরীক্ষার সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
সম্প্রতি এন বিশাখামূর্তি নতুন নজির গড়লেন। তিনি দেশের প্রথম দৃষ্টিহীন আইনজীবী হিসেবে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ (এওআর) পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ২০২২ সালের এওআর পরীক্ষায় ফল চলতি সপ্তাহেই প্রকাশিত হয়েছে। বিশাখামূর্তি সেখানে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন:

তিলোত্তমার মুকুটে নয়া পালক! নিউ ইয়র্ক, লন্ডন, টোকিয়োর সঙ্গে জোর টক্কর, ধনী শহরের তকমা পেল কলকাতা

ভিতর বাহিরে অন্তরে অন্তরে: আপনি কি বডি শেমিং-এর শিকার?

চেন্নাইয়ের বিশাখামূর্তি অবশ্য শুধু তাঁর এই সাফল্যের জন্য কৃতিত্ব দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমানি এবং শীর্ষ আদালতে রেজিস্ট্রার জেনারেলকে। তাঁর কথায়, ‘‘এর আগে সহকারী নেওয়ার জন্য দু’বার আমার আবেদন খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। যদিও পরে প্রধান বিচারপতির বেঞ্চ তাঁর আবেদন মঞ্জুর করে।’’
আরও পড়ুন:

কলকাতায় ১৩ মে সলমনের শো, ভাইজান ছাড়া আর কারা থাকছেন? টিকিটের মূল্য কত?

স্কুলপড়ুয়াদের গ্রীষ্মের ছুটিতে কী কী করতে হবে, নির্দেশিকা জারি করে জানিয়ে দিল শিক্ষা দফতর

নির্দেশে বলা হয়, দৃষ্টিহীন বিশাখামূর্তির হয়ে যে সহকারী প্রশ্নের উত্তর লিখবেন, তাঁর আইনি ডিগ্রি থাকা যাবে না। শুধু তাই নয়, সহকারীর আইন সম্পর্কে ধারণা থাকাও যাবে না! রেজিস্ট্রার জেনারেলের পর্যবেক্ষণে তাঁর পরীক্ষা চলে। বিশাখামূর্তি ১২ ক্লাসের এক ছাত্রীর সাহায্যে নিয়ে ১ ঘণ্টার পরীক্ষায় বসেছিলেন। তাতেই আসে সাফল্য, নতুন নজির গড়েন তিনি। উল্লেখ্য, বিশাখামূর্তি ২০১৮ সালে ইউপিএসসি পরীক্ষা পাশ করেন। তার পরে তিনি কেন্দ্রীয় সংস্থায় অতিরিক্ত সহকারী আইনজীবীর চাকরি পেয়েছিলেন।

Skip to content