মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

সুখী যৌন-জীবন হল সুখী দাম্পত্যের অন্যতম চাবিকাঠি। কিন্তু জানেন কি দাম্পত্য মধুময় করতে গড়ে কত বার মিলিত হলে ভালো?
যৌন আচরণ সংক্রান্ত একটি বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্রে প্রকাশিত প্রায় ২৬ হাজার মানুষের উপর করা গবেষণা বলছে, এক জন প্রাপ্তবয়স্ক মানুষ বছরে প্রায় ৫৪ বার শারীরিক সঙ্গমে লিপ্ত হন। অর্থাৎ, সপ্তাহে গড়ে এক বার। গবেষণাটি থেকে এটাও জানা গিয়েছে যে, বিবাহিত পুরুষ ও নারীরা সঙ্গমে লিপ্ত হন বছরে ৫১ বার।
তবে বয়সের ভেদে এই সংখ্যার তারতম্য হয়ে থাকে। গবেষকরা জানাচ্ছেন, যেখানে কুড়ি থেকে তিরিশের কোঠায় থাকা তরুণ প্রজন্মের ব্যক্তিরা বছরে প্রায় ৮০ বার যৌন সঙ্গমে লিপ্ত হন, সেখানে প্রৌঢ়ত্বের কাছাকাছি মানুষরা বছরে ২০ বারের মতো। স্বাভাবিক ভাবেই মানসিক চাপ ও দাম্পত্যের সমস্যা কমিয়ে দেয় এই মিলনের প্রবণতা।
আরও পড়ুন:

ঘণ্টাখানেকের অস্ত্রোপচারেই পুরুষাঙ্গের দৈর্ঘ্য বাড়বে, আর কী কী সমস্যার সমাধান হবে?

আনন্দে-সুখে ভরিয়ে তুলতে চান নিজেকে? রইল কয়েকটি সহজ উপায়

গবেষকদের দাবি, অধিকাংশ মানুষই জানিয়েছেন যে, যৌন মিলনে সংখ্যার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল অনুভূতি। বিশেষত সঙ্গীর চাহিদা বুঝতে পারা এবং নিজের চাহিদাকে ব্যক্ত করে সামঞ্জস্য মাধ্যমেই সুখী যৌন জীবনের চাবিকাঠি লুকিয়ে আছে।

Skip to content