ছবি: প্রতীকী।
তীব্র গরমে জেরবার বঙ্গবাসী। অসহনীয় দাবদাহের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায় রাজ্যের সরকারি স্কুলে ছুটির ঘোষণা করেছেন। এরকম পরিস্থিতিতে কোনও এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে, তা দ্রুত সংশ্লিষ্ট বিভাগকে জানানোর ব্যবস্থা করল বিদ্যুৎ দফতর।
মঙ্গলবার বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিধাননগরের উন্নয়ন ভবনে এক বৈঠকে বসেন। বিদ্যুৎ দফতর সচিব শান্তনু বসু-সহ বিদ্যুৎ দফতরের কর্তারা ওই বৈঠকে হাজির ছিলেন। কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (সিইএসসি)-র প্রতিনিধিরা এই বৈঠকে হাজির ছিলেন। সেই বৈঠকে গরমে সাধারণ মানুষের সমস্যার সমাধানে হেল্পলাইন চালুর সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ দফতর।
আরও পড়ুন:
জন্মের পর থেকে ছ’মাস শিশুকে স্তন্যপান করালে কি জল খাওয়ানোর দরকার পড়ে?
খোলামেলা পোশাক চলবে, কিন্তু অ্যাবস নয়! ‘শকুন্তলম’ ছবির জন্য কোন কোন শর্তে সামান্থা রাজি হয়েছিলেন?
সোমবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার পক্ষ থেকে বিদ্যুৎ ভবনে চালু হয়েছে হয়েছে ২৪ ঘণ্টার জন্য একটি কন্ট্রোল রুম। ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪ এই দু’টি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা নিয়ে এই দু’টি নম্বরে ফোন করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
হেলদি ডায়েট: দাঁতকে অবহেলা নয়, শিশুর দাঁতের যত্ন নিন গোড়া থেকেই, সতর্ক হন এই সব খাবারে
তাপমাত্রা ৪০ ডিগ্রি! এসি ছাড়া গতি নেই! সারা রাত এসি চালিয়েও কী করে বিল কম আসবে?
বিদ্যুৎ দফতরের এক কর্তার কথায়, তাপমাত্রা বৃদ্ধির ফলে বিদ্যুতের চাহিদাও ঊর্ধ্বমুখী। এর পরিস্থিতি তৈরি হয়েছে মূলত, বাড়িতে সারাদিন পাখা ও এসি চালানোর জন্য। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগে সমস্যা হলে সমস্যায় পড়তে পারেন আমনাগরিক। সে কারণেই নম্বর দু’টি চালু করে সাধারণ মানুষকে সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।