ছবি: প্রতীকী।
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের চারটি জেলা ভিজতে পারে। এমনটাই জানিয়ে হাওয়া দফতর। বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। সেই সঙ্গে হাওয়া অফিস সপ্তাহের শেষের দিকে তাপপ্রবাহের কোনও পূর্বাভাসও দেয়নি।
আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে বুলেটিন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার অবধি জ্বালা ধরানো গরম থাকবে। ওই সব জেলায় প্রচণ্ড তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। যদিও শুক্রবার থেকে কিছুটা গরম কমতে পারে। কারণ আপাতত শুক্র এবং শনিবার তাপপ্রবাহের পূর্বাভাস দেখা যাচ্ছে না।
আরও পড়ুন:
সোমবার জয়সলমের ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ৪১.৬! তীব্র গরমে কাহিল বঙ্গবাসী
সোমবার জয়সলমের ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ৪১.৬! তীব্র গরমে কাহিল বঙ্গবাসী
বৃহস্পতিবার মেদিনীপুরে তাপপ্রবাহের মাঝে বৃষ্টি সামান্য স্বস্তি আনতে পারে। স্থানীয় বজ্রগর্ভ মেঘের কারণে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার তিন দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরে। ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও শুক্রবার থেকে বৃষ্টি হতে পারে। শনিবারও ওই দুই জেলায় অল্প বিস্তত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
যদিও এই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসে দক্ষিণবঙ্গকে স্বস্তির বার্তা দিতে পারছে না। কারণ, এখনই তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ অক্ষরেখার জন্য বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করলেও তা বৃষ্টির জন্য যথেষ্ট হয়।
যদিও এই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসে দক্ষিণবঙ্গকে স্বস্তির বার্তা দিতে পারছে না। কারণ, এখনই তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ অক্ষরেখার জন্য বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করলেও তা বৃষ্টির জন্য যথেষ্ট হয়।
আরও পড়ুন:
ওয়েব সিরিজ দেখার নেশায় ঘুমের সময় কমে গিয়েছে? কী ভাবে কাটাবেন আসক্তি
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১২: দ্রুত গাড়ি চালিয়ে ঢুকে পড়লাম নিকটবর্তী একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে
এদিকে, কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ছাড়িয়ে গিয়েছে। কোনও কোনও অংশে তাপমাত্রা ৪২ ডিগ্রিও ছুঁয়েছে। তাপপ্রবাহের মাঝে তেমন স্বস্তির খবর দিতে পারেনি আবহাওয়া দফতর। উলটে আরও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা।
এদিকে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা।