শনিবার ৫ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী।

অনেকেরই চোখের তলার কালি পড়ে। তাঁরা এর সমাধানের জন্য নানা উপায় অবলম্বন করে থাকেন। তবে নানা কারণে এই কালো দাগ হতে পারে। বয়সের কারণে বা বংশগত কারণে আবার জীবনযাপন অথবা ত্বকের ধরন অনুযায়ীও এমনটা হতে পারে। অনেকেই চোখের নীচের কালি তুলতে বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন। তাতে তেমন লাভের লাভ হয় না। এতে বরং ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়।
চিকিৎসকদের মতে, ত্বকের সমস্যার সমাধান প্রাকৃতিক উপায়ে করারই সবচেয়ে ভালো। এতে যদি সমস্যার সমাধান নাও হয়, তাহলেও অন্তত ত্বকের অন্যান্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা তুলনায় কম থাকে। তবে চোখের নীচে কালির সমস্যায় কলার খোসার উপর ভরসা রাখতে পারেন।
কলার খোসায় থাকে রেটিনল, যা ত্বকের প্রধান প্রোটিন কোলাজেনকে উদ্দীপিত করতে সাহায্য করে।
আরও পড়ুন:

চোখের কী কী সমস্যা হলে বুঝবেন আরও গুরুতর কোনও রোগের সম্ভাবনা রয়েছে

বাড়িতে বসবে আড্ডার আসর? বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের গন্ধরাজ মোমো

কলা থেকে খোসার ভিতর থেকে সাদা আঁশ বার করে নিন। তারপর খোসাটি খানিক গুঁড়িয়ে অ্যালোভেরা জেলের সঙ্গে ভালো ভাবে মিশিয়ে মাখতে পারেন। মিশ্রণটি মেখে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকুন। তারপর ঠান্ডা জলে ভালো করে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন এরকম করলে চোখের কালি নিমেষে দূর হবে। অনেকেই হয় তো জানেন না, কলার খোসায় উপস্থিত স্যালিসলিক অ্যাসিড চোখের নীচের দাগ-ছোপ থেকে সহজেই মুক্তি দেয়।
কলার খোসা টুকরো টুকরো করে সমান মাপে কেটে নিন। তার পর তা চোখের নীচে ঘষতে থাকুন। সহজেই উপকার পাবেন।

Skip to content