শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ভুবন বাদ্যকর এ বার পর্দায়। ছবি সংগৃহীত।

শেষমেষ বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরকে এ বার আমরা পর্দায় দেখতে পাবো। সিরিয়ালে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করে তাঁর মুখে হাসি ফুটেছে। ‘কাঁচা বাদাম’ গান তাঁকে বীরভূমের মাটি থেকে একেবারে সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। বহু দিন সেই গানের সাফল্য উপভোগ করেছেন ভুবন।

বিখ্যাত হয়ে যাওয়ার পর ভুবন আর গান গেয়ে আগের মতো বাদাম বেচতে পারছিলেন না। এ দিকে গানটিও বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার নিরীক্ষার পর কপিরাইট হারিয়ে ফেলেছে। সেই থেকেই অভাব-অনটন ভুবনের পিছু ছাড়ছে না। গান বেহাত হয়ে যাওয়ার অভিযোগ জানিয়ে কিছু দিন আগেই তিনি আবার খবরের শিরোনামে এসেছিলেন। অভিনয় করে এখন আবার কিছুটা অর্থের মুখ দেখছেন ‘কাঁচা বাদাম’ গায়ক।
‘কাঁচা বাদাম’ গানটি ভাইরাল হওয়ার পর ‘দাদাগিরি’ এবং ‘ইস্মার্ট জোড়ি’র মতো বিভিন্ন রিয়্যালিটি শোয়ের মঞ্চেও দেখা গিয়েছিল ভুবনকে। সব জায়গায় গিয়েই তাঁকে ‘পায়ের তোড়া, হাতের বালা…’ গাইতে হতো। তবে এ বার আর শুধু গানে নয়, অভিনয়ে আত্মপ্রকাশ করছেন বলে জানিয়েছেন তিনি।

ভুবনের কথায়, “দুই-তিন মাস আগে শ্যুটিং করেছি। সিরিয়ালে আমি একজন মেয়ের বাবার চরিত্রে অভিনয় করছি। প্রেম করে বিয়ে করতে চায় মেয়ে, কিন্তু বাবা সেখানে বাধা দেবে। আর এ নিয়েই গল্প।”
আরও পড়ুন:

বেশি বয়সের মহিলারা কেন অল্প বয়সি তরুণদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন?

কমবে হতাশা-দুশ্চিন্তা, মন ভালো রাখতে এই ঘরোয়া উপায়গুলি জেনে রাখুন

তিনি এও জানান, সিরিয়ালে অভিনয় করে পরিশ্রমিক হিসাবে চল্লিশ হাজার টাকা পেয়েছেন তিনি। গত বছর যখন ‘কাঁচা বাদাম’ নিয়ে যখন তাঁকে নিয়ে খুব হইচই হচ্ছিল, ভুবন বলেছিলেন, “মানুষের আর্শীবাদেই আমার গান সবার মন ছুঁয়েছে। আমি সবার সামনে গান গাওয়ার সুযোগ পেয়েছি, আগামী দিনে অভিনয় করার সুযোগ এলে নিশ্চয় অভিনয় করব।” সেই ইচ্ছাও এবার পূর্ণ হল ভুবনের।
আরও পড়ুন:

মেদ নিয়ে দুশ্চিন্তা? চিন্তা নেই, খেলাচ্ছলেই সুঠাম এবং সুগঠিত দেহের অধিকারী হয়ে উঠতে পারেন

আপনি কি গর্ভবতী? মর্নিং সিকনেসের শিকার? নিজেকে সামলাবেন কী ভাবে

রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ভুবন। তাঁর উপার্জনের পরিমাণও বেড়ে যায়। সেই টাকায় দুবরাজপুরে মনের মতো বাড়ি তৈরি করেছিলেন ভুবন বাদ্যকর। তবে সেই বাড়িতে নাকি আর থাকতে পারছেন না তাঁর পরিবার। পাওনাদারের অত্যাচারে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছেন এখন সবাই। পাশাপাশি ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট নিয়ে আদালতে মামলাও চলছে। ভুবনের অভিযোগ, বীরভূমের এক গানের স্টুডিয়োর মালিক তাঁকে ঠকিয়ে নামমাত্র টাকায় এই গানের স্বত্ব হাতিয়ে নিয়েছে। ‘গোধূলিবালা মিউজিক’-এর কর্ণধার গোপাল ঘোষ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।

Skip to content