ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল-এর নির্দেশকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলস্বরূপ এবার ১৫ বছরের পুরনো বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি বাতিল করার পথে পরিবহণ দফতর। এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে ১০ লক্ষেরও বেশি পুরনো গাড়ি বাতিল হবে বলে মনে করা হচ্ছে। সুত্রের খবর, এই মাসেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। যেসব গাড়ির বয়স ১৫ বছরের বেশি হয়ে গিয়েছে, সেই সব গাড়ির মালিকদের এই সপ্তাহেই নোটিশ পাঠাবে রাজ্য পরিবহণ দফতর। এ বিষয়ে শুনানি চলবে মে-জুন মাস জুড়ে। এতে নোটিশ পাওয়া গাড়ির মালিকদের অংশ নিতে বলা হবে। শুনানিতে গাড়ি মালিকদের ১৫ বছরের পুরনো বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়িকে রাস্তায় না নামানোর অনুরোধ করবে সরকার। এর পর গাড়িগুলিকে কালো তালিকাভুক্ত করা হবে। তারপর শুরু হবে সেগুলিকে ভেঙে ফেলার প্রক্রিয়া। শুনানি শেষ হলে সরকার ‘স্ক্র্যাপ পলিসি’ ঘোষণা করে বেসরকারি সংস্থাকে বাতিল হওয়া ১৫ বছরের পুরনো বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়িগুলিকে ভেঙে ফেলার অনুমতি দেবে বলে জানা গিয়েছে।