মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


বাড়ছে পুরুষের বন্ধ্যাত্ব। ছবি: সংগৃহীত

আধুনিক জীবনযাত্রায় সবচেয়ে বড় সমস্যাগুলির অন্যতম পুরুষদের বন্ধ্যাত্ব। এটা যে শুধুমাত্র শুক্রাণু উৎপাদনের অভাবেই হচ্ছে তা নয়, অনেক সময় যৌন সম্পর্কের সময় পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত না হতে পারাটাও এর অন্যতম একটি কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ কয়েকটি কারণে পুরুষদের মধ্যে এই বন্ধ্যাত্বের সমস্যা তৈরি হচ্ছে।
 

বন্ধ্যাত্বের জন্য কী কী দায়ী?

 

ধূমপান

অল্পবয়সী যুবকদের মধ্যে ধূমপানের মাত্রা প্রায় ভয়াবহ আকার ধারণ করেছে। ধূমপান করলে শুক্রাণু উৎপাদনের ক্ষমতা দ্রুত কমে যায়। এমনকী ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ ইডি-র সমস্যা খুব ভয়াবহ আকারে বেড়ে যায়।

আরও পড়ুন:

এ বার পাখির চোখ ‘চন্দ্রযান-৪’! চন্দ্রাভিযানের এই ধাপে কোন দেশের সঙ্গে জুটি বাঁধছে ইসরো?

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন

 

মানসিক চাপ

এখন কমবেশি সকলেই নানান রকম মানসিক চাপের মধ্যে থাকেন, যার সরাসরি প্রভাব পড়ছে পুরুষদের যৌনস্বাস্থ্যে। ফলে যৌন জীবনের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, সেই সঙ্গে কমছে যৌন ক্ষমতাও।
 

খাদ্যাভ্যাস

সমীক্ষা বলছে বেহিসেবি ও অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন ফলে যাঁদের শরীরে মেদের পরিমাণ বেশি হওয়ায় তাদের মধ্যে বন্ধ্যাত্বের হার বেশি দেখা দিচ্ছে।

আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-8: চলতি কা নাম কিশোর

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৪: গলায় মাছের কাঁটা ফুটলে ওষুধ খেলে গলে যায়?

 

ওষুধ

অনেকেই মানসিক নিয়ন্ত্রণের জন্য ওষুধ খান। এই সব ওষধের নানান ধরনের পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে। যার মধ্যে অন্যতম হল, যৌনতা সম্পর্কে আগ্রহ কমে যাওয়া। এছাড়াও আরও অনেক ওষুধ আছে, যেগুলির পার্শ্বপ্রতিক্রিয়া কমবেশি একইরকম। তাই নতুন কোন ওষুধ খাওয়ার আগে তার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত।
 

মদ্যপান

মদ্যপান পুরুষের যৌনস্বাস্থ্যে সক্রিয় ভাবে প্রভাব ফেলে না। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে এক-দু’ দিন অল্প পরিমাণে মদ্যপান বন্ধ্যাত্বের সমস্যা বাড়ায় না। তবে প্রতিদেনের রুটিন মাফিক মদ্যপান বন্ধ্যাত্বে প্রভাব ফেলেই পারে। তাই সতর্ক থাকা প্রয়োজন।


Skip to content