রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

আজকের বিষয় হল be verb কখন main verb আর কখন auxiliary verb. Main verb’ মানে হল— মূল বা প্রধান verb, যাকে ছাড়া বাক্য গঠন করা যায় না।
যেমন— He likes books. এখানে like হল main verb.
একই ভাবে কোনও বাক্যে be verb (is, am, are, was, were) যখন একা বসে তখন সেটা সেই বাক্যের main verb.
eg:
● He is a good boy.
● We are students.
● I am an Indian.
● You are very kind.
● She was a great singer.
● My parents were very caring.
● Rima and Rahul were best friends.

ওপরের বাক্যগুলিতে is, are, am, was এবং were-কে main verb হিসেবে ব্যবহার করা হয়েছে।
 

কিন্তু বাক্যগুলো যদি এইরকম হয়

● He is reading a book.
● They are playing cricket.
● I am going to school.
● We are watching a movie.
● The baby was crying last night.
● The girls were decorating the house before Diwali.

ভালো করে দ্যাখো ওপরের বাক্যগুলোতে কিন্তু শুধু is, are, am, was বা were নেই। তার সঙ্গে আরও একটা verb আছে এবং এটা Present Continuous Tense-এ আছে বলে, verb– এর সঙ্গে ing যুক্ত করা হয়েছে।
অর্থাৎ He is reading a book. এখানে is হল auxiliary verb বা সাহায্যকারী verb এবং read

এবারে আসি একই ভাবে কোনও বাক্যে have verb (has, have) যখন একা বসে তখন সেটা সেই বাক্যের main verb.
eg:
● He has a big house.
● They have no money.
● I have a puppy.
● We have many friends.
● Ravi has a smartphone.

ওপরের বাক্যগুলিতে has, have কে main verb হিসেবে ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: সবাই যদি বলে ‘very beautiful’, তুমি বলে দ্যাখো ‘ravishing’ বা ‘magnificent’!

হোমিওপ্যাথি: অর্শে কষ্ট পাচ্ছেন? রেহাই পেতে জেনে নিন কী করবেন, কী করবেন না

দশভুজা: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

 

এবারে নীচের বাক্যগুলো দ্যাখো

● I have done the work.
● He has written this book.
● They have bought this house.

ভালো করে দ্যাখো ওপরের বাক্যগুলোতে কিন্তু শুধু has বা have নেই, তার সঙ্গে আরও একটা verb আছে এবং এটা Present Perfect Tense– এ আছে বলে, verb এর সঙ্গে past participle form ব্যবহার করা হয়েছে।
অর্থাৎ I have done the work . এখানে have হল auxiliary verb বা সাহায্যকারী verb এবং do হল main verb
বাকি বাক্যগুলোতেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১২: সে এক ‘বউঠাকুরাণীর হাট’ [১০/০৭/১৯৫৩]

বাইরে দূরে: উটাহ— প্রাচীন জলনগরীর রূপকথা

খাই খাই: চিতল মাছের তো খেয়েছেন, এবার চিংড়ির মুইঠ্যার স্বাদ নিন, রইল সহজ রেসিপি

 

এবারে আসি অন্য একটা বিষয়ে। নীচের বাক্যগুলো দ্যাখো

● I play football.
● We play football.
● You play football.
● He plays football.
● She plays football.
● They play football.
● Ravi plays football.
● The girls play football.

আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৫: বনবাসের সঙ্গী সীতা

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৩: খালেবিলে, ধানখেতে, পুকুরে, নদীতে ঘুরে বেড়ানো ‘ম্যাজিশিয়ান’ জেব্রা ফিশ ভবিষ্যতে রোগ নিরাময়ে নতুন দিশা দেখাবে

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪১: ঠাকুরবাড়িতে এসে সাহেব খেতেন ভাজা চিঁড়ের সঙ্গে কড়াইশুঁটি

কোনও কোনও বাক্যে play হচ্ছে, আবার কোথাও কোথাও plays হচ্ছে। ভালো করে দ্যাখো যেখানে যেখানে subject Third person, singular number-এ আছে সেখানেই verb এর সঙ্গে s বা es যুক্ত হচ্ছে। যেমন he, she এবং Ravi, কিন্তু I, we, you, they বা the girls-এর ক্ষেত্রে হচ্ছে না। অর্থাৎ নিয়মটা হল—
Tense যদি Simple Present হয় এবং subject যদি Third person, singular number হয়, তাহলে verb এর সঙ্গে s বা es যুক্ত হয়।

আরও জানতে YouTube video linkটি ক্লিক করো, সেখানে আরও বিস্তারিত ভাবে বুঝিয়ে দেওয়া আছে।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

Skip to content