বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

কলকাতায় শনিবার সকালেও বৃষ্টি হয়েছে। আকাশেরও মুখভার। মাঝেমধ্যেই বৃষ্টি চলছে। সপ্তাহান্তে রাজ্যের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়ায় এবং মুর্শিদাবাদে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৩: বাইগা বস্তি হয়ে ভোরামদেব মন্দির

মাধুরী দীক্ষিতের রেশমের মতো চুলের রহস্য কি? সেই তেল কিন্তু বাড়িতেই বানাতে পারেন

কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে শিলাবৃষ্টি হতে পারে।

স্বাদে-গন্ধে: মুরগির ঝোল কিংবা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন দই মুরগি

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১১: ফুটবলের ব্ল্যাক প্যান্থার: লেভ ইয়াসিন

শনিবার উত্তরের জেলাগুলিতেও বর্ষণ চলবে। হাওয়া দফতর ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে।

আগামীকাল রবিবারও একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হবে রবিবারের পর থেকে। রবিবারের পর থেকে তাপমাত্রার পারদ বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি।

Skip to content