শিল্পী ভিভান সুন্দরম।
শিল্পী ভিভান সুন্দরম প্রয়াত হয়েছেন। তিনি বুধবার, সকাল ৯.২০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৭৯ বছর। ভিভান দিল্লিতে নিজের বাড়িতেই থাকতেন। ‘সহমত’-এর সদস্যা সমাজকর্মী শবনম হশমি জানিয়েছেন, সম্প্রতি শিল্পী করোনা আক্রান্ত হয়েছিলেন। তার পর থেকে একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শিল্পী ভিভান সুন্দরমের মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল।
ভিভানের জন্ম ১৯৪৩ সালে শিমলা শহরে। শিল্পীর বাবা কল্যাণ সুন্দরম স্বাধীন ভারতের প্রথম আইন সচিব ছিলেন। ভিভানের লেখাপড়া শুরু দুন স্কুলে। এর পরে বরোদা বিশ্ববিদ্যালয়ে শিল্প নিয়ে পড়াশোনা করেন। এখান পড়াশোনা শেষে তিনি বিলেতে পাড়ি দেন। ১৯৬৬ সালে লন্ডন তিনি সিনেমার ইতিহাস নিয়ে পড়াশোনা শুরু করেন।
আরও পড়ুন:
করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজারের গণ্ডি পার, বেড়েছে মৃতের সংখ্যাও
ইন্দ্রের ভূমিকায় যিশু, শকুন্তলা হয়ে উঠতে সামান্থাকে কত কোটি টাকার গয়নায় সাজানো হল?
ভিভান কলকাতায় ৪৬-এর দাঙ্গা নিয়ে তাঁর ইনস্টলেশন করেছিলেন। তাঁর সেই কাজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেখানো হয়েছিল। ১৯৭৬ সালে ‘কসৌলি আর্ট সেন্টার’ তাঁরই মস্তিষ্কপ্রসূত। নাট্যকার সফদর হশমির স্মৃতিতে তৈরি ‘সফদর হশমি মেমোরিয়াল ট্রাস্ট’ (সহমত) এ ১৯৮৯ সাল থেকেই তিনি নিয়মিত ইনস্টলেশনের প্রদর্শনী করেছেন। অনেক রোড শো-র আয়োজন করেছেন শিল্পী।
আরও পড়ুন:
যৌনমিলনে সমস্যা? মুশকিল আসান হতে পারে এই সব যোগাসনে
স্বাদে-গন্ধে: মুরগির ঝোল কিংবা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন দই মুরগি
ভিভানের কাজ ৬০-এর দশক থেকে প্রান্তে প্রদর্শিত হয়েছে। তিনি ইনস্টলেশন, ভাস্কর্য, আলোকচিত্র, ভিডিয়ো-সহ একাধিক মাধ্যমে কাজ করেছেন। মন্ট্রিয়াল, নেদারল্যান্ডস, লন্ডন থেকে সিডনি প্রভৃতি শহরে তাঁর কাজ দেখানো হয়েছে।