শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

ফের নতুন করে বাড়তেশুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। দেশের নানা প্রান্তেই সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। সরকারি রিপোর্ট বলছে, করোনাভাইরাসের সংক্রমণ গত দু’সপ্তাহে অনেকটাই বেড়েছে। প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে ১৫ দিনে!

৩২টি জেলা রয়েছে, যেখানে গত দু’সপ্তাহে সংক্রমণের হার ১০ শতাংশ বা তার বেশি। এই হার ১৫ দিন আগে ৫ রাজ্যের ৯টি জেলায় ছিল ১০ শতাংশের বেশি। সংক্রমণের এই ঊর্ধ্বমুখী হারে উদ্বেগ বাড়াচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, মোট ৬৩টি জেলায় ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সংক্রমণের হার ছিল ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। দু’সপ্তাহ আগে সংখ্যাটি ছিল ১৫! দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সংক্রমণের হার বেশি দিল্লি, কেরল, গুজরাত এবং মহারাষ্ট্রে। এখানেই শেষ নয়, শেষ দু’দিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১৮০০-র গণ্ডি। বিশেষজ্ঞদের আশঙ্কা, খুব তাড়াতাড়ি আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে যাবে।
আরও পড়ুন:

আবার ওপার বাংলার ছবিতে মিঠুন চক্রবর্তী, কথা দিয়েছেন মহাগুরু

নারীর কোন অঙ্গে তিল থাকলে শুভ? তিল নাভির নীচে থাকলে কী হয়? জ্যোতিষশাস্ত্র কী বলছে?

কেন্দ্রীয় দেশ জুড়ে করোনার মহড়ার আয়োজন করেছে। ১০ এবং ১১ এপ্রিল খতিয়ে দেখা হবে দেশের একাধিক হাসপাতালে করোনা মোকাবিলার প্রস্তুতি। মহড়ার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলির কাছে নির্দেশিকাও পাঠিয়েছে।
আরও পড়ুন:

মঙ্গলের আকাশে এক সারিতে পাঁচ গ্রহের সমাবেশ, কেন এমন মহাজাগতিক ঘটনা ঘটবে?

ডায়াবেটিস থাকবে দূরে, জেনে নিন কোন ফল কতটা পরিমাণে খাবেন, আর কোনটা খেতে হবে সাবধানে, দেখুন ভিডিয়ো

সরকারি রিপোর্ট বলছে, করোনায় গত এক সপ্তাহে মৃত্যু হয়েছে ২৯ জনের। ১৯ ২জনের মৃত্যু হয়েছিল তার আগের সপ্তাহে। বিশেষজ্ঞেরা আবারও মাস্ক, স্যানিটাইজারের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি নতুন করে অতিমারির পরিস্থিতি তৈরি হলে, তা মোকাবিলার জন্য হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা, অক্সিজেন, ওষুধপত্র এবং আইসিইউ পরিষেবা রয়েছে কি না, ১০ এবং ১১ এপ্রিলের মহড়ায় খতিয়ে দেখা হবে।

Skip to content