শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


পরিচালক শ্যাম বেনেগাল কিডনির অসুখে গুরুতর অসুস্থ। এই অসুস্থতার কারণে শয্যাশায়ী ৮৮ বছরের বর্ষীয়ান পরিচালক। তাঁকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও নেই। তাই বাড়িতেই চিকিৎসা চলছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালকের। এই খবর পাওয়া যায় দিন কয়েক আগেই। এবার সেই খবরকে ভুয়ো বলে দাবি করলেন তাঁর মেয়ে পিয়া বেনেগাল।
বাবার অসুস্থতা নিয়ে প্রশ্ন করা হলে পিয়া বলেন, ‘‘চিকিৎসকরা বাড়িতে আসছেন! বাড়িতে ওঁর ডায়ালিসিস চলছে! বাবা এতটাই অসুস্থ যে বাড়ি থেকে বেরোতে পারছেন না! এগুলো সব ভুয়ো খবর।’’ অনুরাগীদের প্রতি পিয়ার অনুরোধ, ‘‘দয়া করে গুজবে কান দেবেন না, আশা করি দিন কয়েকের মধ্যেই উনি একদম সুস্থ হয়ে উঠবেন।’’ বর্ষীয়ান পরিচালক যদি সুস্থই থাকেন, তবে অফিসে কেন দেখা যাচ্ছে না তাঁকে? প্রশ্নের উত্তরে পিয়া বলেন, ‘‘বছর ৮৮ বয়স হয়েছে ওঁর। এই বয়সে যতটা ঠিক থাকা যায়, ততটাই রয়েছেন তিনি। এখন তো ওঁর বিশ্রামের বয়স, তাই না?’’
আরও পড়ুন:

অস্কার হাতছাড়া শৌনক সেনের, তবে সত্যজিতের পর বাঙালির গর্ব বাড়ালেন অন্য এক কন্যে!

দুই কন্যা কাঁপালেন অস্কার মঞ্চ! ভারতে অস্কার আনল তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

সম্প্রতি শারীরিক অবস্থার নাকি আরও অবনতি হয়েছে তাঁর। গুরুতর অসুস্থতার জেরে দু’টি কিডনিই কাজ করা বন্ধ করে দিয়েছে। ডায়ালিসিস চলছে। পরিচালকের বাড়ির কর্মীদের থেকে জানা যায়, বার্ধক্যজনিত অসুস্থতা থাকলেও গত কয়েক দিনে শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে পরিচালকের। এমনকি, শেষ কয়েক দিনে বাড়ির মধ্যে নিজের অফিসেও যেতে সক্ষম হননি তিনি।
আরও পড়ুন:

কখনও আদা দিয়ে কফি খেয়েছেন? এই পানীয় খেলে কী হয়

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১১: সমস্ত বাধা সরে গেলে প্রকৃতিও তখন রাস্তা ছেড়ে দেয়

তবে, এর মধ্যেও নিজের পরবর্তী কাজ নিয়ে ভাবনাচিন্তাও করছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী এই পরিচালক। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনি অবলম্বনে ছবি তৈরি করছেন শ্যাম বেনেগাল। ছবির নাম, ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’। সেই ছবির কাজেই গত কয়েক দিন ধরে ব্যস্ত ছিলেন পরিচালক। তার মাঝেই আসে পরিচালকের এই নিদারুণ অসুস্থতার খবর।

Skip to content