বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংগৃহীত।

ফুল দিয়ে ঘর সাজাতে আমরা অনেকেই ভালোবেসে থাকি। বিশেষ করে টেবিলের উপর বাহারি ফুলদানিতে ফুল লাগালে ঘরের সৌন্দর্যই যেন আলাদাই মাত্রা এনে দেয়। আমরা সকলেই জানি, মা ঠাকুমার আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ কিন্তু ছিল বাগানের তাজা ফুল। এখনও সেই চল চলে আসছে অনেক বাড়িতে। কারণ ফুলের সুন্দর গন্ধ ঘরের পরিবেশকে যেমন বদলে দিতে পারে তেমনি আমাদের মনও। ভালো হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে ফুলদানিতে রাখা ফুল বেশিদিন তরতাজা থাকে না। সহজেই নষ্ট হয়ে যায়।
 

কীভাবে ফুল রাখলে বেশি ক্ষণ তাজা থাকবে?

বাহারি গোলাপ ফুল দিয়ে ফুলদানি সাজাতে চান? তাহলে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, গোলাপ ফুলের পুরো কাণ্ডটি যেন কোনওভাবেই জলের তলায় ডুবে না থাকে। গোলাপ ফুলের কাণ্ড কখনই বেশি ছোট করে কাটা যাবে না। তাহলে দীর্ঘ দিন তাজা থাকবে গোলাপ।

আরও পড়ুন:

নিয়মিত রোজ তিন বেলা এক গ্লাস করে গরম জল খাচ্ছেন? এর ফলে শরীরে কী হচ্ছে জানেন?

ঠিক কী কী কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কিশোর-কিশোরীরা?

ফুল ভালো রাখতে মাঝেমাঝেই ফুলদানিতে রাখা ফুলের উপর জল স্প্রে করে দিন। এতে ফুল দেখতে অনেক তাজা লাগবে। পাশাপাশি সহজে নষ্টও হবে না।

ফুলদানিতে ফুল রাখার সময়ে যে জল রাখেন, তাতে সামান্য পরিমাণ নুন মিশিয়ে দিন। এতে ফুল অনেকদিন পর্যন্ত ভালো থাকে।

যে ফুলগুলি ফুলদানিতে রাখছেন, সেগুলির সঙ্গে রাখা পাতাগুলিকে আগেই ছেঁটে ফেলে দিন। এই রকম অবস্থায় রাখলে ফুল বেশি ভালো থাকে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে: পর্ব-২৬: উত্তম কাছে এসে বললেন, “তোকে অনেক কষ্ট দিয়েছি সাবু, এ বার আমায় মাফ করে দে”

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক: পর্ব-১: একটি ক্লান্তিকর বাসযাত্রা এবং…

ফুলদানির জল নিয়মিত পাল্টান। কারণ, না হলে ফুল কিন্তু শুকিয়ে যেতে পারে।

ফুল বাছার সময়ে বড় ফোটা ফুল না বেছে, কুঁড়ি বাছুন। তাহলে বেশিদিন থাকবে।

আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় ফুলদানি রাখলে ফুল অনেকদিন তাজা থাকবে।

Skip to content