রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


আজ ভালোবাসার দিন। এই বিশেষ দিনে পৃথিবীর মানুষ যখন একে অপরকে ভালোবাসা জানাতে ব্যস্ত, ঠিক সেই দিনই ঘৃণার ইতিহাস বুনেছিল সীমান্তপাড়ের জঙ্গিরা। আজকের দিনে চার বছর আগে রক্তাক্ত হয়েছিল আমাদের ভূস্বর্গ কাশ্মীর। অতর্কিত আক্রমণে পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল। এদিন জঙ্গি হামলায় মৃত বীর সেনাদের স্মরণ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “বীর সেনার আত্মত্যাগ ভোলার নয়।”
মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি সকালে মোদি টুইট করেন, “এই দিনেই পুলওয়ামা হামলায় আমাদের বীরদের হারিয়েছি আমরা। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগকে আমরা কখনওই ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী ও উন্নত ভারত গড়তে সর্বদা অনুপ্রাণিত করে।’
আরও পড়ুন:

ভিতর বাহিরে অন্তরে অন্তরে, সামনে পরীক্ষা? চূড়ান্ত প্রস্তুতির জন্য রইল ১০টি জরুরি পরামর্শ

আজ প্রেমের দিনে, সত্যি এবং মিথ্যে, সকল প্রেমিক-প্রেমিকারা ‘মিথ্যে প্রেমের গান’ দেখে আসতে পারেন

আরও পড়ুন:
গত ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। প্রাণ হারিয়েছিলেন ৪০ জন তরুণ সেনা জওয়ান। পরে অবশ্য ওই হামলার দায় স্বীকার করে নিয়েছিল পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ৪ বছর পরেও এখনও আমদের সকলের মনে টাটকা হয়ে আছে সেই হামলার দগদগে স্মৃতি। পুলওয়ামা জেলার লেথোপোড়ায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে সেনার কনভয়ে হামলা করেছিল জইশ-ই-মহম্মদ। হামলাকারী আদিল আহমেদ দার ছিলেন সেখানকার স্থানীয় বাসিন্দা।

শুধু লেবু নয়, তার খোসাও বেশ উপকারী, কোন কোন কাজে একে ব্যবহার করতে পারেন?

ত্বকের পরিচর্যায়: বাড়ির কাজ করতে করতে হাতের তালু খসখসে হয়ে গিয়েছে? রইল ত্বক বিশেষজ্ঞের পরামর্শ

পুলওয়ামা হামলার পরে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলিতে বিমান হামলা চালায় ভারত। ১৯৭১ সালের পর প্রথমবার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা প্রধানমন্ত্রীর নির্দেশে। ওই ঘটনার পর ভারত-পাক সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে গিয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও পাকিস্তানের আসল স্বরূপ ধরা পড়ে গিয়েছে।

Skip to content