বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ভহবি প্রতীকী

ফের রেপো রেট বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার এমনটা ঘোষণা করেছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানান, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হচ্ছে ৬.৫ শতাংশ। উল্লেখ্য, শীর্ষব্যাঙ্ক এই নিয়ে টানা মোট ছ’বার রেপো রেট বাড়াল।
এ নিয়ে আলোচনা হয় আরবিআইয়ে ‘মনিটরি পলিসি কমিটি’র (এমপিসি) বৈঠকে। কমিটিতে ৬ জন সদস্য রয়েছেন। এর ৪ জন সদস্য রেপো রেট বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। এই বৈঠকের পরেই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। উল্লেখ্য, নতুন বছরে এই প্রথম এমপিসি বৈঠকে বসল।4
আরও পড়ুন:

মাধুরী দীক্ষিতের রেশমের মতো চুলের রহস্য কি? সেই তেল কিন্তু বাড়িতেই বানাতে পারেন

চার হাত হল সিড-কিয়ারার, ঘোড়ায় চেপে প্রবেশ নায়কের, বধূবেশে কী পরলেন কিয়ারা?

২০২২ এর ডিসেম্বরে রেপো রেট ০.৩৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এমপিসির বৈঠকে। এরপরে ফেব্রুয়ারিতে মিলিত হয় এমপিসি। তবে রিভার্স রেপো রেট পরিবর্তন হয়নি, ৩.৩৫ শতাংশই রয়েছে।

বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক যে হারে ঋণ দেয় তাকেই রেপো রেট বলা হয়। তেমনই রিজার্ভ ব্যাঙ্ককে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে ঋণ দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-৫: জনজাতি ও জনসত্ত্বা

মনের আয়না: অনিদ্রায় ভুগছেন? কীভাবে মিলতে পারে মুক্তি? জরুরি পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞের

সাধারণ ভাবে রেপো রেট বাড়লে ঋণ শোধ প্রক্রিয়ার উপর সরাসরি প্রভাব পড়ে। তাই রেপো রেট বাড়লে বাড়ি, গাড়ি কেনার ইএমআই বৃদ্ধি পেতে পারে। তবে এই নতুন রেপো রেট ঘোষণার ফলে বাড়তি ইএমআইয়ের বোঝা কতটা আমজনতার ঘাড়ে চাপবে, আরবিআইয়ের অর্থনৈতিক বিশেষজ্ঞরাই তা স্থির করেন।

Skip to content