সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


মাসুম বিড়লা, বয়স ১২-১৩, ছোট বয়স থেকেই স্বাবলম্বী। কারণ, বাড়িতে অসুস্থ বাবা-মাকে নিয়ে তার দিনযাপন। অনবরত জীবনের পরীক্ষা দিয়ে চলা, কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলা মাসুমের কখনও প্রত্যয়ের অভাব ছিল না। তাই তার স্কুলে যে বারো জন সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন পরীক্ষায় যোগ দেয় তার মধ্যে সে একজন। মেডেল এনে দেয় সে তার স্কুলকে। স্কুল মানে মাসুমের মতো অনেক বাচ্চার স্বপ্নপূরণের ইংরেজি মাধ্যম স্কুল- ‘স্বপ্নপূরণ শিক্ষা নিকেতন’। আর সেই স্বপ্নের কান্ডারী হলেন শতরূপা মজুমদার, যিনি বিগত দশ বছরেরও বেশি সময় ধরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিঙ্গলগঞ্জে ইংরেজি মাধ্যমকে আশ্রয় করে বিদ্যালয় শিক্ষার সুস্থ পরিবেশ তৈরি করে চলেছেন, পড়াশোনার অধিকার থেকে যেন ওই অঞ্চলের কোনও শিশু বঞ্চিত না হয় সেই চেষ্টা করছেন।

Skip to content