নাকের ভিতর ক্রমশ মাংসপিণ্ড বাড়তে বাড়তে এমন একটি অবস্থা তৈরি হয় যে, তখন আমাদের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। গন্ধের অনুভূতিকে প্রভাবিত করতে পারে। সাইনাসের সমস্যাও বাড়ায়। এ নিয়ে চিকিৎসকের পরামর্শ, ওই মাংসপিণ্ড বা পলিপ অস্ত্রোপচার করে বাদ দিতে হবে। তবে এই রোগের চিকিৎসায় সার্জারিই একমাত্র পথ নয়। বরং আগাম সতর্ক হলে অস্ত্রোপচারের প্রয়োজনই পড়ে না। নাকের পলিপ বা নেজাল পলিপের একটি পরিচিত রোগ। পলিপ শরীরের অন্য অংশেও হতে পারে। নাক, কোলন ও রেক্টাম, ইউটেরাস এবং সার্ভিক্স এবং গল ব্লাডারেও পলিপ হয়ে পারে। আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।