ছবি প্রতীকী
কলকাতায় আরও কিছুটা তাপমাত্রা বাড়ল। যদিও হাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছিল, জানুয়ারি মাসের এই শেষ সপ্তাহ থেকে শীত শিরশিরানি কমতে থাকবে। পারদ আরও ঊর্ধ্বমুখী হবে। শুধু তাই নয়, কলকাতার তাপমাত্রার পারদ সরস্বতী পুজোর আগে ছুঁতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি এমনটাও আভাস দিয়েছিল আবহাওয়া দফতর। আজ মঙ্গলবারের তাপমাত্রার পারদও সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৪ ডিগ্রি বেশি! সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি বেশি ছিল।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-২১: কে তুমি নিলে আমার চিরসবুজের ‘অগ্নিপরীক্ষা’
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৪: যেখানে অর্জিত ভক্তি ও বিশ্বাস আছে, সেখানেই ভগবান আছেন
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মহানগরের আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে ঘন কুয়াশা থাকবে, যদিও তা বেলা গড়ালে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার তাপমাত্রাত্র পারদ ১৯ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আরও পড়ুন:
ত্বকের জৌলুস বাড়াতে চান? তাহলে সকালে এক কাপ কালো চা প্রয়োজন
চূড়ান্ত প্রস্তুতি নিয়েও হাতছাড়া ছবি! কেন ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ থেকে বাদ পড়লেন ভিকি?
সাতপাকে বাঁধা পড়লেন রাহুল-আথিয়া, বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে, মিষ্টি বিতরণ সুনীল শেট্টির
সোমবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পারদের থেকে ৩ ডিগ্রি বেশি ছিল। মঙ্গলবার তাপমাত্রা বেড়েছে আরও ২ ডিগ্রি।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধুকছে। পাশাপাশি পশ্চিমি ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার দাপটও কমতে শুরু করেছে। এই দুই কারণে কলকাতা-সহ বাংলার বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হতে পারে বলে হাওয়া দফতর আগেই আগেই জানিয়েছিল।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধুকছে। পাশাপাশি পশ্চিমি ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার দাপটও কমতে শুরু করেছে। এই দুই কারণে কলকাতা-সহ বাংলার বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হতে পারে বলে হাওয়া দফতর আগেই আগেই জানিয়েছিল।