কোনও প্রতিবাদ, পোস্টার বা প্ল্যাকার্ড লাগানো যাবে না কলকাতা হাই কোর্ট চত্বরে। এমনটাই নির্দেশ দিয়েছে হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ। এমনকি, কোর্ট চত্বরে মিটিং-মিছিল-বিক্ষোভও চলবে না। এ নিয়ে কলকাতা হাই কোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ পরিষ্কার করে তাদের নির্দেশে জানিয়ে দিয়েছে।
সম্প্রতি হাই কোর্টের আইনজীবীদের একাংশ গত বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বয়কট করা হয়। এমনকি পোস্টারও সাঁটা হয়। যদিও আইনজগতের বহু বিশিষ্ট জন এর সমালোচনা করেছিলেন। মঙ্গলবার হাই কোর্টের তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশ হাই কোর্ট চত্বরে প্রতিবাদ বিক্ষোভ দেখানো নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন:
কলকাতায় সামান্য কমল তাপমাত্রার পারদ, ফের শুরু শীতের দপট? কী বলছে হাওয়া দফতর?
নিখুঁত সুন্দর তরতাজা ত্বক চাই? তাহলে আপনার রূপচর্চায় রাখুন অ্যাভোক্যাডো
মঙ্গলবার বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশের বেঞ্চে মামলাটি ওঠে। বেঞ্চ শুনানিতে জানায়, ‘‘সংবাদপত্রে পড়লাম কোর্ট চত্বরে প্রতিবাদ করা হয়েছে। তিন জন আইনজীবীকে দেখেছি হাতে প্ল্যাকার্ড নিয়ে। এটা ঠিক নয়। সবার আগে এটাই এখন মাথায় রাখা দরকার।’’
জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-২: বারাণসীকুলপতি বিশ্বনাথ
স্বাদে-গন্ধে: মুরগির ঝোল কিংবা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন দই মুরগি
উল্লেখ্য, হাই কোর্টের আইনজীবীদের একাংশ গত সোমবার থেকে বিচারপতি মান্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এমনকি, বিচারপতি মান্থার নামে পোস্টারও পড়ে। ওই পোস্টারে কলকাতা হাই কোর্টের বিচারপতির নাম উল্লেখ করে লেখা হয়েছিল, ‘‘বিচারের নামে কলঙ্ক।’’ বৃহত্তর বেঞ্চ মঙ্গলবার পোস্টার নিয়েও কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে। বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশের বেঞ্চ নির্দেশ দিয়েছে, ‘‘কার নির্দেশে, কে বা কারা বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার দিয়েছে, তা তদন্ত করে বার করতে হবে। কোথায় সেই পোস্টার ছাপা হয়েছে তাও দেখতে হবে?’’