এটি সরকারি উদ্যোগে হলেও এর প্রমোদতরী পরিচালনার দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার হাতে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশ জুড়ে এমন অনেক জলপথ পরিবহণের ব্যবস্থা করা হবে। ‘গঙ্গা বিলাস’-এর সাফল হলে ভবিষ্যতে আরও প্রমোদতরী চালানোর উপর কেন্দ্র জোর দেবে। মনে করা হচ্ছে, এই প্রমোদতরী পর্যটন শিল্পকে আলাদা মাত্রা দিতে পারে।
সপরিবারে নিত্যদিন রাতে খাওয়াদাওয়ার পর মিষ্টি খান? কোন কোন অভ্যাস নিজের অজান্তে ক্ষতি করছে জানেন?
হেলদি ডায়েট: করলা স্বাদে তেতো হলেও পুষ্টিগুণ কিন্তু মিষ্টি! একঝলকে জেনে নিন রোজ কেন পাতে রাখবেন এই সব্জি
এই বিলাসবহুল ক্রুজে কী কী বিশেষত্ব রয়েছে?
যে পথে যাবে এই ক্রুজ
প্রথম বারাণসী থেকে জাহাজটি রওনা দেবে। গঙ্গা আরতির পর ছাড়বে। বারাণসী পরে জাহাজটি বৌদ্ধধর্মের ঘাঁটি সারনাথে পৌঁছবে। মোট ৫০টি পর্যটনস্থল ছুঁয়ে যাবে এই বিলাসবহুল জাহাজটি। এটি অসমের মাজুলি এবং পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনও যাবে। ধর্মস্থান, ওয়ার্ল্ড হেরিটেজ, জাতীয় উদ্যান, নদীঘাটেও পৌঁছে যাবে এই জাহাজ। ভ্রমণ বিলাসীদের নিয়ে এই জলযান পাটনা, কলকাতা, গুয়াহাটি এবং ঢাকার মতো একাধিক ঐতিহ্যবাহী জায়গা দিয়ে ভেসে বেড়াবে। ‘গঙ্গা বিলাস’-র এই যাত্রাপথ মোট ৩২০০ কিলোমিটারের, যা বিশ্বের দীর্ঘতম যাত্রাপথও। বাংলাদেশের নদীতে এই প্রমোদতরী ঘুরে বেড়াবে ১৫ দিনের জন্য। বাংলাদেশ থেকে গুয়াহাটি দিয়ে আবার ভারতে প্রবেশ করবে ‘গঙ্গা বিলাস। তার যাত্রা শেষ হবে অসমের ডিব্রুগড়ে। গঙ্গা, ব্রহ্মপুত্র হয়ে প্রমোদতরী যাবে ডিব্রুগড়ে। পথে পড়বে ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা ছুঁয়ে এই জলযাত্রায় বিদেশি পর্যটক টানাই আসল লক্ষ্য।
জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-২: বারাণসীকুলপতি বিশ্বনাথ
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে
কোথায় বুক করবেন ক্রুজের টিকিট? কত খরচ?
বুকিং আপডেট
এ বার খারপ খবরটি শুনুন। ভ্রমণ প্যাকেজ পছন্দ হলেও এখনই টিকিট বুক করতে পারবেন না। কারণ জাহাজ সংস্থার তথ্য অনুযায়ী, প্রমোদতরীর সব আসন আগামী দু’ বছরের জন্য বুক করা হয়ে গিয়েছে। একমাত্র কোনও ব্যক্তি যদি কোনও কারণে বুকিং বাতিল করেন, তাহলে কেউ হয়তো ভ্রমণের সুযোগ পাবেন।
ছবি: সংগৃহীত