শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


বিলাসবহুল ক্রুজে চেপে ঘুরে বেড়েতে ইচ্ছে করে? তাহলে আপনার জন্য রয়েছে ভালো খবর। এ বার আপনি চাইলে চোখ ধাঁধানো ক্রুজে চেপে ৫০টি পর্যটনস্থল ঘুরে দেখে আসতে পরেন। কেমন করে সম্ভব? শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলাসবহুল ক্রুজ ‘গঙ্গা বিলাস’-র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। শুক্রবার ভার্চুয়াল সভার মাধ্যমে উত্তরপ্রদেশের মন্দিরনগরী থেকে ‘গঙ্গা বিলাস’-এর উদ্বোধন করলেন মোদী। সুইৎজ়ারল্যান্ডের ৩২ জন পর্যটককে নিয়ে গঙ্গায় ভাসল দেশে তৈরি এই প্রমোদতরী গঙ্গা বিলাস। মোদী বলেন, ‘‘গঙ্গা বিলাস দেশের পর্যটনকে নতুন যুগে পৌঁছে দিল।’’ উলেখ্য, ‘গঙ্গা বিলাস’ আগামী ৫১ দিনে ৩,২০০ কিলোমিটার লম্বা জলপথ পাড়ি দেবে। প্রমোদতটি বাংলাদেশ ঘুরে অসমের ডিব্রুগড়ে পৌঁছবে।
ক্রুজটি উত্তরপ্রদেশের বারাণসী থেকে রওনা দেবে। এর যাত্রাপথে পড়বে ভারত এবং বাংলাদেশ মিলিয়ে মোট ২৭টি নদনদী। এই যাত্রাপথে বিলাসবহুল ক্রুজটি ছুঁয়ে যাবে বক্সার, রামনগর, গাজিপুর কাজিরাঙা, ফরাক্কা, মুর্শিদাবাদ, কলকাতা ও সুন্দরবনের মতো একাধিক জায়গাকে।
এটি সরকারি উদ্যোগে হলেও এর প্রমোদতরী পরিচালনার দায়িত্ব থাকবে বেসরকারি সংস্থার হাতে। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশ জুড়ে এমন অনেক জলপথ পরিবহণের ব্যবস্থা করা হবে। ‘গঙ্গা বিলাস’-এর সাফল হলে ভবিষ্যতে আরও প্রমোদতরী চালানোর উপর কেন্দ্র জোর দেবে। মনে করা হচ্ছে, এই প্রমোদতরী পর্যটন শিল্পকে আলাদা মাত্রা দিতে পারে।
আরও পড়ুন:

সপরিবারে নিত্যদিন রাতে খাওয়াদাওয়ার পর মিষ্টি খান? কোন কোন অভ্যাস নিজের অজান্তে ক্ষতি করছে জানেন?

হেলদি ডায়েট: করলা স্বাদে তেতো হলেও পুষ্টিগুণ কিন্তু মিষ্টি! একঝলকে জেনে নিন রোজ কেন পাতে রাখবেন এই সব্জি

 

এই বিলাসবহুল ক্রুজে কী কী বিশেষত্ব রয়েছে?

তিনতলা জাহাজটি এই লম্বায় ৬২ মিটার, চওড়ায় ১২ মিটার।
জাহাজটিকে বিশ্বমানের সাজাতে খরচ হয়েছে ৬৮ কোটি টাকা। এর অন্দরসজ্জা পাঁচতারা হোটেলকেও হার মানাবে।
এতে রয়েছে ১৮টি সুইট। বিলাসবহুল এই প্রমোদতরীতে একবারে ৮০ জন যাত্রীর থাকার বন্দোবস্ত রয়েছে।
তাতে এলইডি টিভি থেকে শুরু করে সাজানো শৌচাগার, বারান্দা, থাকছে সবই।
জাহাজের ভিতরে রয়েছে সান ডেক। এখানে সমুদ্রবক্ষ থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের সাক্ষী থাকা যাবে।
এছাড়াও লাউঞ্জ, স্পা, রেস্তরাঁ, জিম ও লাইব্রেরির ব্যবস্থা রয়েছে।
জলজীবনে যাত্রীদের সুরক্ষার জন্য সব রকম বন্দোবস্ত করা হয়েছে।

 

যে পথে যাবে এই ক্রুজ

প্রথম বারাণসী থেকে জাহাজটি রওনা দেবে। গঙ্গা আরতির পর ছাড়বে। বারাণসী পরে জাহাজটি বৌদ্ধধর্মের ঘাঁটি সারনাথে পৌঁছবে। মোট ৫০টি পর্যটনস্থল ছুঁয়ে যাবে এই বিলাসবহুল জাহাজটি। এটি অসমের মাজুলি এবং পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনও যাবে। ধর্মস্থান, ওয়ার্ল্ড হেরিটেজ, জাতীয় উদ্যান, নদীঘাটেও পৌঁছে যাবে এই জাহাজ। ভ্রমণ বিলাসীদের নিয়ে এই জলযান পাটনা, কলকাতা, গুয়াহাটি এবং ঢাকার মতো একাধিক ঐতিহ্যবাহী জায়গা দিয়ে ভেসে বেড়াবে। ‘গঙ্গা বিলাস’-র এই যাত্রাপথ মোট ৩২০০ কিলোমিটারের, যা বিশ্বের দীর্ঘতম যাত্রাপথও। বাংলাদেশের নদীতে এই প্রমোদতরী ঘুরে বেড়াবে ১৫ দিনের জন্য। বাংলাদেশ থেকে গুয়াহাটি দিয়ে আবার ভারতে প্রবেশ করবে ‘গঙ্গা বিলাস। তার যাত্রা শেষ হবে অসমের ডিব্রুগড়ে। গঙ্গা, ব্রহ্মপুত্র হয়ে প্রমোদতরী যাবে ডিব্রুগড়ে। পথে পড়বে ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা ছুঁয়ে এই জলযাত্রায় বিদেশি পর্যটক টানাই আসল লক্ষ্য।

আরও পড়ুন:

জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-২: বারাণসীকুলপতি বিশ্বনাথ

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে

 

কোথায় বুক করবেন ক্রুজের টিকিট? কত খরচ?

‘গঙ্গা বিলাস’-র সাক্ষী হতে টিকিট বুক করা যাবে অন্তরা লাক্সারি রিভার ক্রুজ ওয়েবসাইট থেকে।
মোট ৫২ দিনের গোটা ট্রাভেল প্যাকেজ।
প্রতি রাতের জন্য খরচ পড়বে ৫০ হাজার টাকা করে।
৫০ দিনের প্যাকেজ নেওয়া সম্ভব না হলেও আসুবিধা নেই। ৫২টি পর্যটনস্থলের মধ্যে কয়েটিকেও বেছে নিতে পারেন। যেমন ধরুন বারাণসী থেকে ডিব্রুগড় থেক কলকাতা বুক করা যেতে পারে।

 

বুকিং আপডেট

এ বার খারপ খবরটি শুনুন। ভ্রমণ প্যাকেজ পছন্দ হলেও এখনই টিকিট বুক করতে পারবেন না। কারণ জাহাজ সংস্থার তথ্য অনুযায়ী, প্রমোদতরীর সব আসন আগামী দু’ বছরের জন্য বুক করা হয়ে গিয়েছে। একমাত্র কোনও ব্যক্তি যদি কোনও কারণে বুকিং বাতিল করেন, তাহলে কেউ হয়তো ভ্রমণের সুযোগ পাবেন।

ছবি: সংগৃহীত


Skip to content