মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
‘Degrees of Adjective’ এবং বাক্যে তার প্রয়োগ।
আমরা সকলেই জানি যে, ‘adjective’ -এর কাজ হল noun -কে ‘qualify’ করা। অর্থাৎ ‘noun’ সম্পর্কে বেশি কিছু বলা।
এই ‘adjective’ -এর তিনটি ‘degree’ হয়— ‘positive’, ‘comparative’ এবং ‘superlative’ ‘positive’ হল ‘adjective -এর মূল ‘form’
eg : small
এই ‘positive degree’ -র সঙ্গে ‘-er’ যুক্ত করে তার ‘COMPARATIVE degree’ তৈরি হয়।
eg : small + er = smaller
আবার এই ‘positive degree’ -র সঙ্গে ‘-est’ । যুক্ত করে তার ‘SUPERLATIVE degree’ তৈরি হয়।
eg : small + est = smallest
 

নীচে আরও কিছু উদাহরণ দিলাম।

bold — bolder — boldest
deep — deeper — deepest
great — greater — greatest
high — higher — highest
hard — harder — hardest
kind — kinder — kindest
long — longer — longest
poor — poorer — poorest
rich — richer – richest
tall — taller — tallest
sweet — sweeter — sweetest
young — younger — youngest
strong — stronger — strongest
weak — weaker — weakest
bright — brighter — brightest

যদি ‘adjective’ -টি ‘e’ দিয়েই শেষ হয়, তাহলে ‘Comparative’ -এর ক্ষেত্রে শুধু ‘r’ এবং ‘Superlative’ -এ শুধু ‘st’
যুক্ত হবে।
eg :
fine — finer — finest
wide — wider — widest
wise — wiser — wisest
white — whiter — whitest
large — larger — largest

যদি ‘adjective’ -টি ‘y’ দিয়ে শেষ হয়, তাহলে ‘y’টা ‘i’ হয়ে যাবে এবং ‘Comparative’ – এর ক্ষেত্রে ‘er’ , এবং ‘Superlative’ -এর ক্ষেত্রে ‘est’ যুক্ত হবে।
eg :
busy — busier — busiest
easy — easier — easiest
heavy — heavier — heaviest
happy — happier — happiest
wealthy — wealthier — wealthiest
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: জানেন কি ‘night owl’ বা ‘early bird’ কাকে বলে? কিংবা তিনতলাকে কেন ‘second floor’ বলে?

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১: চায়ের দোকান থেকে বিশ্বজয়

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৮: অযোধ্যাবাসীরাও কি সঙ্গী বনযাত্রায়?

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৫: আমাদের পাতে মাছের বৈচিত্র্য থাকুক, আবার মৎস্যজীবিরাও রুই, কাতলার সঙ্গে এদের চাষের আওতায় আনুন

যদি ‘adjective’ -টি ‘consonant’ দিয়ে শেষ হয় এবং তার আগে যদি একটা ‘vowel’ থাকে, তাহলে ‘consonant’ -টি দুবার বসবে। আর ‘Comparative’ -এর ক্ষেত্রে ‘er’ এবং ‘Superlative’ -এর ক্ষেত্রে ‘est’ যুক্ত হবে।
eg :
big — bigger — biggest
fat — fatter — fattest
hot — hotter — hottest
sad — sadder — saddest
thin — thinner — thinnest
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৩: আশা-যাওয়ার পথের ধারে ‘নবীন যাত্রা’ [১১/০৯/১৯৫৩]

আমার দুর্গা

বড়দিনের ডিম ছাড়া স্পেশাল ফ্রুট কেক এ বার বাড়িতেই! কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি

এতক্ষণ যে সব শব্দগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলো সবই ‘monosyllabic’ অর্থাৎ একবারে উচ্চারণ করা হয়। কিন্ত সব শব্দ তো ‘monosyllabic’ নয়। কিছু শব্দ আছে যেগুলো দু’বার (disyllabic) , তিন বার (tri syllabic) বা চার বার (tetra syllabic) বা তারও বেশি বার ভেঙে উচ্চারণ হয়। এই ধরনের ‘adjective’ -এর ‘degree change’ করার সময় ‘Comparative’ -এর ক্ষেত্রে ‘more /less’ এবং ‘Superlative’ -এর ক্ষেত্রে ‘most/least’ -এর ব্যবহার করা হয়।
eg :
active — more/less active — most/least active
beautiful — more/less beautiful — most/least beautiful
careful — more/less careful — most/least careful
difficult — more/less difficult — most/least difficult
important — more/less important — most/least important
dangerous — more/less dangerous — most/least dangerous
আরও পড়ুন:

ঘরের সঙ্গে সামঞ্জস্য রেখে হোক অন্দরসজ্জা, মাথায় রাখুন এই কয়েকটি টোটকা

যোগা-প্রাণায়াম: রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? তাহলে যোগাসন হতে পারে সেরা অস্ত্র

পর্দার আড়ালে, পর্ব-২২: রাইচরণ চরিত্রটা আমি করতে চাই, আমাকে এই চরিত্রটা করার সুযোগ দিন: উত্তমকুমার

এবার বলবো এমন কিছু ‘adjective’ -এর কথা যাদের ‘comparative’ এবং ‘superlative form’ সম্পূর্ণ অন্য শব্দ তৈরি করে।
eg :
good — better — best
bad — worse — worst
much — more — most
little — less — least
many — more — most
late — later — latest
late — latter — last
old — older — oldest
old — elder — eldest
far — farther — farthest
fore — former — foremost
up — upper — uppermost
in — inner — innermost
out — outer — outermost

আজ এই পর্যন্তই। পরের ক্লাসে কিভাবে বাক্যে এই ‘degree change’ করা হয় সেটা নিয়ে আলোচনা করবো। Adjective -এর Degree Change নিয়ে আরও বিস্তারিত জানতে Youtube লিঙ্কটি ক্লিক করো।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর

Skip to content