বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ক্রমশ চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন উপরূপ ‘বিএফ.৭’। বিষয়টিকে একেবারেই হালকা ভাবে নিতে নারাজ কেন্দ্র। তাই কেন্দ্রীয় সরকার পরিস্থিতি মোকাবিলায় ভারত বায়োটেকের নাকে নেওয়ার টিকাকে (ন্যাজাল ভ্যাকসিন) ছাড়পত্র দিল। ‘কোউইন অ্যাপ’-এ এই প্রতিষেধককে যোগ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় শুক্রবার এ কথা জানিয়েছেন।
সরকারি সূত্রকে জানা গিয়েছে, ন্যাজাল ভ্যাকসিন প্রথমে বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে। এই প্রতিষেধক শুক্রবার থেকেই টিকাকরণ কর্মসূচিতে যুক্ত করা হয়েছে। একে বুস্টার হিসাবেই প্রয়োগ করা হবে। ভারত বায়োটেকের এই ন্যাজাল ভ্যাকসিন ১৮ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের দেওয়া হবে। তাড়াতাড়িই ভ্যাকসিনের দাম ঠিক করা হবে।
আরও পড়ুন:

আবার ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে, বড়দিনে উধাও হতে পারে শীতের আমেজে! বাড়তে পারে তাপমাত্রা

স্বস্তি, সাঁতরাগাছি সেতু খুলে গেল শুক্রবার ভোর থেকে, অবসান এক মাসের যাত্রী ভোগান্তির

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেন, চিনের করোনা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। সেই সঙ্গে দেশের করোনা নিয়ে দফায় দফায় পরিস্থিতিও পর্যালোচনাও চলছে। রাজ্যগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী এও জানান, ‘‘এখনও মহামারি শেষ হয়ে যায়নি। করোনা ভাইরাস আমাদের শত্রু। বিভিন্ন সময় সে রূপ বদলে ফেলছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।’’
উল্লেখ্য, সম্প্রতি চিনের করোনা পরিস্থিতি চিন্তা বাড়িয়েছে। করোনার এই নতুন উপরূপে চলতি বছরের জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর মাসে গুজরাত এবং ওড়িশায় ২ জন করে মোট ৪ জন আক্রান্ত হয়েছিলেন। যদিও আক্রান্ত ৪ জনেই সুস্থ রয়েছেন।

উত্তম কথাচিত্র, পর্ব-১৬: সংসার সুখের হয় ‘চাঁপাডাঙার বৌ’-র গুণে

দশভুজা: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

চিন, আমেরিকা, জাপান, কোরিয়া ও ব্রাজিলে-সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে দাপট দেখাচ্ছে সংক্রমণ। তাই বিষয়টির গুরুত্ব বুঝে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দেশবাসীকে ফের মাস্ক পরার বার্তা দিয়েছেন।
শুধু মাস্ক পরা নয়, প্রধানমন্ত্রী করোনা পরীক্ষা বাড়ানোর কথাও বলেছেন। রাজ্যগুলি যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে বিশেষ ভাবে গুরুত্ব দেয়, সেই বার্তাও প্রধানমন্ত্রী দিয়েছেন। সামনেই বড়দিন এবং বর্ষশেষের উদ্‌‌যাপন। এই দু’দিন দেশের বিভিন্ন জায়গায় উৎসব-অনুষ্ঠানে মানুষ ভিড় যাবেন। তাই এ সময় যাতে সংক্রমণ বেড়ে মাথা ব্যথার কারণ না হয়ে দাঁড়ায় সে জন্য আগের মতো দূরত্ববিধি মেনে চলা, মাস্ক এবং নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Skip to content