ছবি প্রতীকী
যাঁরা স্বাস্থ্য সচেতন, ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁরা সাধারণত কম ক্যালরিযুক্ত খাবারের সন্ধান করেন। তাঁদের জন্য গাজর ভালো একটি বিকল্প হতে পারে। ভিটামিন এ, সি, কে এবং পটাশিয়ামে সমৃদ্ধ গাজর চোখের জন্য ভালো। এ ছাড়াও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে, ক্যানসার প্রতিরোধ করতে, ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে এই মরসুমে আপনার খাদ্যতালিকায় গাজর রাখতেই হবে।
৭৮ বছর বয়সে নিভৃতে চলে গিয়েছিলেন বাংলা সাহিত্যের ভীষ্ম পিতামহ/৩
ইংলিশ টিংলিশ: জানেন কি ‘night owl’ বা ‘early bird’ কাকে বলে? কিংবা তিনতলাকে কেন ‘second floor’ বলে?
কখন খাবেন বিট-গাজরের রস?
বিট-গাজরের রস উপকারী হলেও ভুল সময়ে খেলে এর কার্যকারিতা নষ্ট হতে পারে। পুষ্টিবিদদের একাংশের বক্তব্য, সকালের জলখাবারের সঙ্গে অথবা দুপুরে খাওয়ার অন্তত ঘণ্টা দুয়েক আগে বিট-গাজরের রস খেতে হবে। কিন্তু বিকেলে বা সূর্যাস্তের পর এই রস খাওয়া একেবারেই উচিত নয় বলে মনে করেন পুষ্টিবিদদের একাংশ।
কিম্ভূতকাণ্ড, পর্ব-৩: হঠাৎ মেয়েলি খোঁনা গলায় কে যেন খিলখিল করে হেসে বলল—ভঁয় পেঁলে নাঁকি ঠাঁকুর!
পর্দার আড়ালে, পর্ব-১৫: ‘সাগর সঙ্গমে’ ছবিতে ভারতী দেবী দাক্ষায়নীর চরিত্র করলে ছবি করতে দেবো না: প্রেমেন্দ্র মিত্র
বিটের গন্ধ ভালো লাগে না?
গাজর কাঁচা খেলেও অনেকেই বিটের অস্বস্তিকর গন্ধ পছন্দ করেন না। তাই রস তৈরি করার সময়ে বিট-গাজরের সঙ্গে মিশিয়ে নিতে পারেন কমলালেবু। স্বাদের জন্য চিনির বদলে গুড় দিতে পারেন। সঙ্গে যোগ করে নিন সৈন্ধব লবণ।
মুখে গোলাপি আভা চান?
রক্তাল্পতায় ভোগেন যাঁরা, চিকিৎসকরা তাঁদের বিট খেতে পরামর্শ দেন। কারণ, বিটের মধ্যে আছে আয়রন এবং ফলিক অ্যাসিড। বিট শরীরে নতুন করে লোহিত কণিকা তৈরি করতে সাহায্য করে। তাছাড়া এটি ভিটামিন-বি৯ বা ফোলেট কোষ নষ্ট হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এ ছাড়াও, মুখে প্রাকৃতিক ভাবে গোলাপি আভা পেতে বিটের উপর ভরসা রাখতে পারেন।