ছবি প্রতীকী
শীত পড়েও ঠিক মতো জাঁকিয়ে পড়ছে না। ডিসেম্বরের মাঝামাঝিতেও কনকনে ঠান্ডা উধাও। মঙ্গলবার কলকাতা তাপমাত্রাও কিছুটা বাড়ল। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সোমবার সর্বনিম্ন পারদ ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া দফতরের কথায়, মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে সেই তাপমাত্রাও ২ ডিগ্রি বেশি স্বাভাবিকের চেয়ে। মঙ্গলবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
ভারতীয় সাহিত্যের এই সাধক যখনই কলম ধরেছেন বাংলাভাষা ততই পদ্ধতিগতভাবে এগিয়েছে/২
যা দেখছি, যেমন দেখছি: জলবায়ু রাজনীতি— ভারত ও কানাডার মধ্যে সাহায্য ও সহযোগিতার সম্ভাবনা
এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। শেষমেশ যদি ঘূর্ণাবর্ত তৈরি হয় তাহলে আগামী কয়েক দিনে শহরের পারদ আরও চড়বে।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-১৫: যখন ‘ওরা থাকে ওধারে’
শাশ্বতী রামায়ণী, পর্ব ২৬: ‘সত্যেরে লও সহজে’—রাজসুখ ছেড়ে কি তবে বনবাসী মন?
হাওয়া দফতর এও জানিয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েক দিন তাপমাত্রার তেমন হেরফের হবে না। রাতের দিকেও পারদ কমবেশি একই থাকবে। যদিও দিন কয়েক পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।