বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


বিবিসি-র সাংবাদিককে গ্রেফতার করল চিনের পুলিশ। লরেন্স নামে ওই সাংবাদিক চিন সরকারের কোভিড-নীতির বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ সম্পর্কিত খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। রবিবার বিবিসি জানায়, চিনের পুলিশ তাঁদের কর্তব্যরত এক সাংবাদিককে মারধর করেছে। এমনকি, সেই সাংবাদিককে গ্রেফতারও করা হয়েছে।
সাধারণ মানুষ চিনে শি জিনপিং সরকারের কোভিড-শূন্য নীতির বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করছেন। বেজিং এবং শাংহাইয়ে বিক্ষোভ কর্মসূচিতে বহু মানুষ অংশ নেন। বিবিসি-র ওই সাংবাদিক সেখানেই খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। অভিযোগ পুলিশ তাঁকে বাধা দেয়। তাঁকে শাংহাই থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজতে ওই সাংবাদিককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ চিনা সরকারের বিরুদ্ধে।
বিবিসি বিবৃতি দিয়ে জানিয়েছে, লরেন্সের সঙ্গে চিনা পুলিশ যে আচরণ করেছে তাতে আমরা শঙ্কিত। লরেন্স শাংহাইতে সরকার-বিরোধী বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। তাঁকে পুলিশ প্রথমে বাধা দিয়ে পরে গ্রেফতার করে করে নিয়ে গিয়েছে।’’
বিবিসি-র দাবি, গ্রেফতারের পর লরেন্সকে দীর্ঘ ক্ষণ আটকে করে রাখা হয়। পুলিশি হেফাজতে থাকাকালীন তাঁকে মারধরও করা হয়। লরেন্সকে পুলিশ লাথি, চড়-থাপ্পড়ও মারা হয়েছে। কয়েক ঘণ্টা পর তাঁকে ছাড়া হয়।
আরও পড়ুন:

‘খিদেয় আমার মেয়েটা খুব কাঁদছিল, কাছে কোনও পয়সা ছিল না, তাই মেরে ফেললাম’! পুলিশকে জানালেন ইঞ্জিনিয়ার

ত্বকের যত্নে নিয়মিত ভিটামিন-ই ব্যবহার করেন? জানেন কি সরাসরি মুখে মাখলে কী হতে পারে?

বিবিসি-র বিবৃতিতে এও বলা হয়েছে, ‘‘আমাদের কর্তব্যরত সাংবাদিকের সঙ্গে যে আচরণ করা হয়েছে তাতে আমরা আতঙ্কিত। এ নিয়ে চিনের সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ ক্ষমা বা দুঃখপ্রকাশ করা হয়নি। বরং পুলিশ দাবি, সরকার-বিরোধী বিক্ষোভের ভিড়ে থেকে ওই সাংবাদিক কোভিড সংক্রামিত হতে পারতেন। তাই নাকি পুলিশ তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছে।’’
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৩: আশা-যাওয়ার পথের ধারে ‘নবীন যাত্রা’ [১১/০৯/১৯৫৩]

ট্রেনের টিকিট ‘কনফার্ম’ না হলে একেবারে বিনামূল্যে বিমানের টিকিট পাবেন যাত্রীরা! কোন অ্যাপে, কীভাবে পাবেন?

উল্লেখ্য, এই মুহূর্তে চিনে কোভিড সংক্রমণ উদ্বেগজনক। রবিবার নতুন রেকর্ড গড়েছে কোভিড সংক্রমণ। এক দিনে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৪৭ জন মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিনা সরকার লকডাউন এবং ‘কোভিড-শূন্য’ নীতি নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন দেশের সাধারণ নাগরিক।

Skip to content