রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


খুশির খবর! বিজলির কোল আলো করে এল চারটি ছানা। একসঙ্গে চারটি ছানাকে পেয়ে উচ্ছ্বসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত বুধবার ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় এক সঙ্গে চারটি শাবকের জন্ম দিয়েছে বিজলি নামের একটি সিংহী। সূত্রে খবর, এ নিয়ে তিন বার সন্তান জন্ম দিল ওই সিংহী। আফ্রিকার প্রজাতির সিংহীটিকে কয়েক বছর আগে নন্দনকানন চিড়িয়াখানায় আনা হয়েছিল।
চিড়িয়াখানা সূত্রে খবর, চারটি সিংহ ছানাই সুস্থ রয়েছে। বিজলি ও তার চার নবজাতকের দেখাশোনায় এই মুহূর্তে বাড়তি ব্যস্ততা চোখে পড়েছে চিড়িয়াখানার কর্মীদের। মা ও সন্তানদের সবসময় চোখে চোখে রাখছেন তাঁরা।
আরও পড়ুন:

গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক রক্ষাকবচ দিল ফরাসি পার্লামেন্ট, পাশ হল নতুন বিল

পানে হোক বা রান্নায়, মশলার রাজা এলাচের এই সব গুণাগুণ জানতেন?

এ নিয়ে মোট ১১টি শাবকের জন্ম দিল বিজলি। নন্দনকাননে মোট সিংহের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০। জানা গিয়েছে, ২০২০ সালের ডিসেম্বর মাসে ইনদওরের কমলা নেহরু চিড়িয়াখানা থেকে বিজলি ও তার এক সঙ্গীকে নন্দনকাননে আনা হয়েছিল।
আরও পড়ুন:

অমিতাভের অনুমতি ছাড়া তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর কিছুই আর ব্যবহার করা যাবে না, নির্দেশ আদালতের

গল্প: পরশ

বছর শেষের আগে চারটি সিংহ শাবককে পেয়ে বাড়তি আনন্দ দেখা দিয়েছে নন্দনকানন চিড়িয়াখানায়। পর্যটকদের জন্য ওই চারটি সিংহ শাবক চিড়িয়াখানাপ আকর্ষণ বাড়াবে বলে মনে করছেন তাঁরা।

Skip to content