শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এমন অনেক তারকা আছেন যাঁরা রোজ চোখে মাস্কারার দু’টো কোট না লাগিয়ে বাড়ি থেকেই বেরোন না। অন্য কোনও মেকআপ না করলেও তাঁরা মাস্কারা লাগাবেনই। এর কারণও রয়েছে। কোনও মেকআপ ছাড়াও যদি আপনি শুধু মাস্কারা লাগান, নিমেষে আপনার চেহারা অন্য রকম হয়ে যায়। চোখের পাতা আরও ঘন কালো টানা টানা হয়ে যায় মাস্কারার জাদুতে। তবে রোজ এটা লাগালে চোখের পাতার ক্ষতি হয়। তবে সেই ক্ষতি এড়ানোরও রাস্তা রয়েছে। জেনে নিন কী করে।
 

চোখের পাতার আর্দ্রতা

চোখের পাতার আর্দ্রতা বজায় থাকলে মাস্কারা ক্ষতি করবে কম। কিন্তু সাধারণ ময়েশ্চারাইজার তো চোখের পাতায় লাগানো যায় না। তাই ভ্যাসলিনের মতো কোনও পেট্রোলিয়াম জেলি লাগিয়ে মাস্কারা লাগান। এতে মাস্কারা এবং চোখের পাতার মাঝে একটি স্তর তৈরি হওয়ায় আপনার চোখের পাতার কোন ক্ষতি হবে না, বরং সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন:

সন্তান ধূমপানে আসক্ত? বদভ্যাস ছাড়ানোর জন্য রইল কিছু সহজ কৌশল

কলকাতায় ফেব্রুয়ারিতে শো করবেন অরিজিৎ সিংহ, টিকিটের দাম কত হাজার টাকা থেকে শুরু?

 

মেয়াদকাল দেখে নিন

আমরা অনেক সময় আমাদের প্রসাধনীর মেয়ায়াদকাল সম্পর্কে খেয়াল রাখহি না। আপনার প্রসাধনীর মেয়াদকাল শেষ হয়ে যায়নি তো? প্যাকেটের গায়ে যে এক্সপাইরি ডেট লেখা থাকে, সেটা ভালো করে মিলিয়ে নিন। পুরনো প্রসাধনী ব্যবহার করা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: Negative Sentences, Modals এবং Infinitives-এর Voice Change

এবার ইউরোপের ধাঁচে ভারতেও সব ধরনের বৈদ্যুতিন সামগ্রীর জন্য একই চার্জার! ঘোষণা কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের

 

ভালো মানের মাস্কারা

কোনও ব্র্যান্ডের মাস্কারা আপনি চোখে ব্যবহার করছেন, সেটাও জেনে নিন। একটু ভালো মানের প্রসাধনী ব্যবহার করলে চোখের পাতার ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে। আবার চোখের চারপাশে কোনও রকম সংক্রমণ হওয়ার ভয়ও থাকে না।

আরও পড়ুন:

খাই খাই: রোজ রোজ এক রকম খাবারে অরুচি? খুদের জন্য রইল ভিন্ন স্বাদের এই রেসিপি

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

 

চোখ ডলবেন না

মাস্কারা লাগানোর পর চোখে বারবার হাত দেওয়া বা চোখ ডলার অভ্যাস থাকে অনেকের। যদি আপনার তা থাকে তাহলে তা অবলম্বে ত্যাগ করুন। এতে চোখের পাতা উঠে আসার প্রবণতা বাড়ে।
 

আলতো করে মাস্কারা তুলুন

মাস্কারা তোলার সময় তুলো দিয়ে খুব বেশি ঘষাঘষি করবেন না। বরং তুলোর ক্লিনজিং ওয়াটার নিয়ে চোখের উপর চেপে রাখুন কয়েক সেকেন্ড। তারপর আলতো হাতে মুছে নিন। বেশি ঘষাঘষি করলে চোখের পাতাও উঠে চলে আসতে পারে।


Skip to content