সোমবার ৭ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

রাজ্যে ডেঙ্গিতে ফের দু’জনের মৃত্যু হল। রবিবার রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে মারা গিয়েছেন রাজারহাটের বাসিন্দা ৩৯ বছরের এক মহিলা। গত শুক্রবার ওই এলাকারই আর এক বৃদ্ধা আইডি হাসপাতালে মারা যান। দু’জনেরই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিন্ড্রোমের উল্লেখ রয়েছে বলে পরিজনেরা জানিয়েছেন।
চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যার লেখচিত্র এখন একটি নির্দিষ্ট জায়গায় থমকে রয়েছে। পুরো নভেম্বর জুড়েই ডেঙ্গির প্রকোপ পুরোমাত্রায় থাকবে বলেই মনে করছেন চিকিৎসকরা। সেই কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই তাঁদের আশঙ্কা।
আরও পড়ুন:

বাইরে দূরে: মোহনার দিকে…

দশভুজা: যে গান যায়নি ভোলা— প্রাক জন্মদিনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য…/১

তবে, সোমবার নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে এক বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ডেঙ্গির প্রকোপ কমতে শুরু করেছে। পুজোর পরে একটু বেড়েছিল। কিন্তু এখন পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়। তিনি বলেন, ‘‘ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে এটা উধাও হবে। তবে, জিন যে ভাবে বদল করছে, সেটা খুবই চিন্তার বিষয়। তাই বলব, জ্বর হলেও রক্ত পরীক্ষা করান। কি হয়েছে তা সঠিকভাবে জানা যাবে’’। এ দিন জানান মুখ্যমন্ত্রী আগামী ২১ নভেম্বর ডেঙ্গি-সহ একাধিক বিষয়ে তিনি বৈঠক করবেন বলেও জানান।

Skip to content