শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

অনেক সময়ই দেখবেন আপনার পোষ্য কুকুরের কানের বাইরের ঢাকনা বা লতিটি ফুলে গিয়েছে। হঠাৎ কুকুরের এই হাল দেখলে অনেকেই ভয় পেয়ে যান। যদিও চিকিৎসায় এই সমস্যা সেরে যেতে পারে। অধিকাংশ ক্ষেত্রে কান ফুলে যাওয়ার কারণ হেমাটোমা।
কী এই হেমাটোমা? অনেক সময়ে দেখা যায়, কুকুরের কান পটলের মতো আকৃতিতে ফুলে গিয়েছে। হাত দিলে মনে হয়, টলটল করছে। চিকিৎসকদের ভাষায় একে হেমাটোমা বলেন। কানের ঢাকনা বা লতির পেশির মধ্যে নানা সূক্ষ্ম শিরা, উপশিরা থাকে। তার কোনওটি ফেটে গিয়ে শরীরের ভিতরে রক্তক্ষরণ হতে থাকে। জমাট রক্তই কানের লতিটিকে ফুলিয়ে দেয়।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-১৭: বাংলার প্রবাদে, সংগীতে, সাহিত্যে মৎস্য সন্ধান

চার-পাঁচ দিনের মধ্যেই বাংলায় শীতের আমেজ, পারদপতন হতে পারে ২-৩ ডিগ্রি

কেন এটি হয়? চিকিৎসকদের কথায়, কোনও কারণে চুলকাতে গিয়ে কানের লতির পেশিতে আঘাত লাগলে বা জোরে মাথা ঝাঁকালে এই সমস্যা হতে পারে। হেমাটোমার চিকিৎসায় সাধারণত চিকিৎসকরা অ্যান্টিবায়াটিক জাতীয় ওষুধ দিয়ে থাকেন। সেই ওষুধ নিয়মিত খেলে সাধারণত ফোলা ভাব আস্তে আস্তে কমে যায়। এছাড়া জমাট রক্ত যাতে শরীরে মিশে যায়, তার জন্য মলমও দেন চিকিৎসকরা।
আরও পড়ুন:

ওজন কমাতে চান? অন্যের এই সব পরামর্শ না শুনে বিশেষজ্ঞের মত নিন

সস্তায় বিমানের টিকিট চাই? তাহলে শিখে নিন এই কৌশলগুলি

তবে মনে রাখা দরকার, এমনিতে এটি তেমন গুরুতর সমস্যা না হলেও, ফেলে রাখলে বিপদ হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিয়ে তাই দ্রুত চিকিৎসা শুরু করা দরকার। দেরি হলে কানের পেশিগুলি বিকল হয়ে যেতে পারে, কুকুরের ব্যথার পরিমাণও বাড়তে পারে। পাশাপাশি এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে শরীরের নানা জায়গায়ও।

Skip to content