শনিবার ৯ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আজকের বিষয় হল Types of Sentences.
ইংরেজি বাক্যকে যদি আমরা তার কাজ বা function অনুযায়ী ভাগ করি তাহলে পাঁচ ধরনের বাক্য আমরা পাই।
1. ASSERTIVE SENTENCE
2. INTERROGATIVE SENTENCE
3. IMPERATIVE SENTENCE
4. EXCLAMATORY SENTENCE
5. OPTATIVE SENTENCE
 

প্রথমে বলি ASSERTIVE SENTENCE-এর কথা।

যে কোনও বক্তব্য বা statement-কে বলে ASSERTIVE SENTENCE। আমাদের ব্যবহৃত বেশির ভাগ বাক্যই হল ASSERTIVE SENTENCE।
eg:
I go to school.
Monday comes after Sunday.
She is a good girl.
India is a free nation.

এই বক্তব্য বা statement কিন্তু দু’ ধরনের হতে পারে। হ্যাঁ বাচক বা না বাচক
অর্থাৎ ASSERTIVE SENTENCE-কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
1. AFFIRMATIVE — হ্যাঁ বাচক বাক্য।
eg :
It is raining.
He is a wise man.
My house is near the market.
2. NEGATIVE — না বাচক বাক্য
eg:
It is not raining.
Never tell lies.
There is no one in the room.
I do not like horror movies.
 

এবারে আসি দ্বিতীয় ধরনের বাক্যে — INTERROGATIVE SENTENCE-এ।

যে কোনও প্রশ্নকে বলে INTERROGATIVE SENTENCE. এই ধরনের বাক্যের শেষে ‘?’ বসে।
INTERROGATIVE SENTENCE-কে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি।
1. YES/NO QUESTION
2. Wh- QUESTION

YES/NO QUESTION হল সেই সমস্ত প্রশ্ন যারা Do, Does, Did, Be verb (Is, Am, Are, Was, Were), Have verb (Has, Have, Had) এবং Modals (Can, Could, Will, Would, Shall, Should, May, Might, Must) দিয়ে শুরু হয় এবং এদের উত্তর ‘হ্যাঁ’ অথবা ‘না’ হয়।
eg:
Do you know him?
Is he ill?
Have you done your work?
Can I come in?
May I borrow your pen?
Would you give me some money?
ভালো করে দ্যাখো, উপরের সবকটি প্রশ্নের উত্তর হয় Yes হবে অথবা No হবে। এই ধরনের প্রশ্নকেই বলা হয় Yes/No Question.
 

এবারে আসি Wh-QUESTION-এর প্রসঙ্গে।

Wh-Question হল সেই সমস্ত প্রশ্ন, যারা Wh-word অর্থাৎ What, Who, Whom, When, Why, Where, How etc দিয়ে শুরু হয় এবং এদের নির্দিষ্ট উত্তর থাকে।
eg:
Who is reading this book?
Which house have you bought?
Whom did you give the money?
When will he do the work?
Why have you spent all the money?
What did they do?

আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: Appropriate Prepositions কাকে বলে জানো কি?

সকালের ব্যস্ততায় জলখাবার বাদ? ওটস দিয়েই বানিয়ে ফেলুন এই রেসিপি

জিমে যাওয়ার সময় নেই? সুস্থ থাকার জন্য হাঁটবেন নাকি দৌড়োবেন?

মা জয়া কিছুতেই তাঁর অভিনয় দেখতে চান না, কেন? জানালেন অভিষেক বচ্চন

 

এবারে আসি তৃতীয় ধরনের বাক্যে।

IMPERATIVE SENTENCE হল সেই সমস্ত বাক্য যার দ্বারা—
1. ORDER বা আদেশ বোঝায়।
eg:
Open your book.
Shut your mouth.
Close the door.
2. REQUEST বা অনুরোধ
eg:
Please give me a glass of water.
Kindly give me some money.
3. ADVICE বা উপদেশ
eg :
You must respect your elders.
You must do some exercise everyday.
SUGGESTION বা প্রস্তাব বোঝানো হয়।
Let us go for a picnic.
Let us clean the house today.

আরও পড়ুন:

৫২-তেও সিঙ্গল বলি তারকা তব্বু, কেন?

চটজলদি ত্বকের জেল্লা ফেরাতে চান? তাহলে তেঁতুল দিয়ে সেরে নিন রোজকার রূপটান

ত্বকের জেল্লা ফেরাতে চান? তাহলে রূপচর্চায় এক কোয়া রসুনেই বাজিমাত করুন

দশভুজা: অনন্যা— ‘অন্ধকারের উৎস হতে’

 

চতুর্থ ধরনের বাক্য হল EXCLAMATORY SENTENCE.

এই বাক্যের দ্বারা মনের ভাব প্রকাশ করা হয়, যেমন —
1. আনন্দ – happiness
eg:
Hurrah, we have won the match!

2. দুঃখ – sorrow
eg:
Oh! What a tragic life.

3. হতাশা – despair
eg:
Alas! I am undone.

4. বিস্ময় – wonder
eg:
Oh, what a huge building!

5. প্রসংশা – admiration
eg:
Oh! What a beautiful exhibition.
এই ধরনের বাক্যের মধ্যে বা শেষে ‘!’ Exclamation mark বসানো হয়।
 

পঞ্চম ধরনের বাক্যটি হল OPTATIVE SENTENCE অর্থাৎ প্রার্থনা বা আশীর্বাদসূচক বাক্য।

eg:
May God bless you.
May you live long.
May your dreams come true.

আজ এই পর্যন্তই। সাথে দেওয়া YouTube Video linkটি দ্যাখো আরও কিছু উদাহরণ দেওয়া আছে।


Skip to content