ছবি প্রতীকী
কিছুদিন আগে পুজো গিয়েছে। এই সময় প্রায় প্রত্যকেই প্রচুর অনিয়ম, দেদার খাওয়া-দাওয়া, রাত জেগেছেন। এরপর বিয়ের কেনাকাটার সঙ্গে পড়াশোনা বা অফিসের কাজ চলছে জোরকদমে। এত ছোটাছুটির মধ্যে নিজের যত্ন নেওয়ার আলাদা সময় পাওয়া বড়ই মুশকিল। তাই এই একটা মাস বিশেষ ডায়েট প্ল্যান মেনে চলা জরুরি যা শারীরিক মানসিক সব দিক থেকেই বিয়ের কনেকে সুস্থ রাখবে। ত্বক স্বাস্থ্যজ্জ্বল রাখতে যথাসম্ভব মশলাযুক্ত খাবার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া দরকার। এতে চেহারায় ক্লান্তির ছাপ অনেকটা কমে। পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করলে শরীর অনেকটা ঠিক থাকে। তাই খাদ্য তালিকা শাক-সবজি, ফলমূল সঠিক মাত্রায় রাখা আবশ্যক।
অনেকেই শারীরিক গঠন নিয়ে খুবই চিন্তিত থাকেন। কারও চিন্তা শরীর কিছুটা মোটা হয়ে গিয়েছে। কেউ আবার তাঁকে বড্ড রোগা লাগছে ভেবে চিন্তিত। বিয়ের আগের এই সময়টুকু সামান্য কিছু পরিবর্তন এনে খুব সহজেই ফিট হতে পারেন। এর জন্য মাসখানেক আগে থেকে খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনতে হবে। যোগ করতে হবে কিছু খাবার, যা সহজপাচ্য ও সহজলভ্য।
বাইরের খাবার পুরোপুরি বন্ধ করতে হবে। সেই জায়গায় প্রচুর পরিমাণে সবজি ও ফল রাখা বাধ্যতামূলক। ওজন কমানঅই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয়। এখানে সুস্থ ও উজ্জ্বল থাকাটা বেশি জরুরি। তাই ডায়েট করার সময় চিনি জাতীয় খাবার, বেশি তেল যুক্ত ভাজা পোড়া খাবার, মিষ্টি জাতীয় খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত স্টার্চযুক্ত খাবার, সিরাপ জাতীয় খাবার, রিফাইন্ড খাবার, খাদ্য তালিকা থেকে পুরোপুরি বর্জন করা উচিত।
বিয়ের আগে এক মাস খাদ্য তালিকায় ফলমূল ও শাকসবজি অন্তর্ভুক্ত করতে হবে এর মধ্যে কয়েকটির গুনাগুন এখানে আলোচনা করা হল—
রসুন শরীরকে সজীব রাখে
কলা শরীরকে শক্তিশালী করে
তরমুজ রক্তনালী ভালো রাখে
পালং শাক ফলিক অ্যাসিডে ভরপুর
ফিট থাকার জন্য এই ধরনের খাদ্য তালিকা মেনে চললে কম সময়ে যেমন ফিট থাকা যাবে তেমন ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে।
সারাদিনের রুটিন
সকালের জলখাবার
দুপুরের খাবার
দুপুরের খাবার
বিকালের খাবার
রাতের খাবার
শোবার আগে
পেট ফাঁপা ও বদহজমের সমস্যায় ভুগছেন? এই ঘরোয়া উপায়গুলি ম্যাজিকের মতো কাজ করবে
ছোটদের যত্নে: কোন সময় গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব? নব দম্পতির মা হওয়ার আগের প্রস্তুতির পরামর্শে ডাক্তারবাবু
শাশ্বতী রামায়ণী, পর্ব ২০: আকস্মিক অভিঘাত-আনন্দের পাত্রে বিষাদবিষ
ইংলিশ টিংলিশ: জানো কি ‘বাজি ফাটানো’ কিংবা ‘মোমবাতি জ্বালানো’র ইংরেজি কী?
বিয়ের দিন রোগা লাগার থেকেও জরুরি ঝকঝকে চেহারা তাই অবশ্যই ডায়েটে থাকতে হবে স্বাস্থ্যকর খাবার। উপরোক্ত ডায়েট প্ল্যান মেনে চলার সঙ্গে সঙ্গে আরঅ কিছু নিয়ম মেনে চলা জরুরি—
জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড সম্পূর্ণই বাদ
পর্যাপ্ত পরিমাণ জলপান
পরিমাণ মতো শাক-সবজি ও ফলমূল
ড্রাই ফ্রুটস
হাতের কাছে হালকা স্ন্যাকস
সঠিক ব্যবধানে খাবার
ত্বকের পরিচর্যায়: শীতে কি আপনার ত্বক শুকিয়ে যায়? মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি
যোগা-প্রাণায়াম: বাহু ও পিঠে বেশ ফ্যাট জমছে? ছিপছিপে থাকতে নিয়মিত যোগাভ্যাস করুন
বাইরে দূরেঃ দেখব এবার জগৎটাকে, পর্ব-১০: জলপথে আমাজন অরণ্যের গহনে
খাই খাই: কালীপুজোয় তৈরি করে ফেলুন ভিন্ন স্বাদের লোভনীয় নিরামিষ এই পদ, রইল রেসিপি
মদ্যপান থেকে বিরত
ব্রেকফাস্ট গুরুত্বপূর্ণ
ডায়েটের সঙ্গে ব্যায়াম
পর্যাপ্ত ঘুম
কোল্ড ড্রিংকস
কফি
মাইগ্রেনের মুক্তি সঠিক ডায়েটেই, রোজকার খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি
হোমিওপ্যাথি: কনজাংটিভাইটিসের ভয়? মিথ ভুলে এই সব সতর্কতা মেনে চলুন
‘ব্রহ্মাস্ত্র ২’-এ বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যাবে? কোন চরিত্রের জন্য ভাবা হচ্ছে এই দক্ষিণী সুপারস্টারকে
বাস্তুবিজ্ঞান, পর্ব-১৬: উচ্চমানের জমি বাছাইয়ে অভ্যন্তরীণ পরীক্ষা-নিরীক্ষা ও ভূমির শ্রেণিবিভাগ জানা খুবই জরুরি /২
দুধ, দই, ছানা, পনির
তেল, ঝাল, মশলা
ক্রাশ ডায়েট নয়
মরসুমি ফল ও সবজি
রিফাইন্ড খাবার এড়িয়ে চলুন
স্যালাড
তবে মনে রাখা জরুরি, বিয়ের আগে রোগা হতে গিয়ে এমন কোনও পন্থা অবলম্বন করা উচিত নয় যা আপনার ত্বক ও স্বাস্থ্য উভয়ের পক্ষেই ক্ষতিকারক। তেমন ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সবার শারীরিক গঠন ও চাহিদা এক হয় না। নির্দিষ্ট ব্যক্তির শারীরিক গঠন, ওজন ও চাহিদা অনুযায়ী আলাদা আলাদা ডায়েট চার্ট তৈরি করতে হবে। এই লেখায় উল্লিখিত ডায়েট চার্ট একটি উদাহরণ হিসেবেই আলোচনা করা হয়েছে। তাই নির্দিষ্ট ভাবে কোনও ব্যক্তির ডায়েট চার্টের জন্য বিশেষজ্ঞের পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া দরকার। তাহলেই ফল মিলবে হাতে-নাতে।
যোগাযোগ: ৯৮৩০৭৬৮১৫২