বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

যতদিন যাচ্ছে ততই বাড়ছে ব্যস্ততা। ইঁদুরদৌড়ে শামিল হতে গিয়ে ক্রমশ একা হয়ে যাচ্ছি আমরা। একাকীত্বের জেরে অনেকসময়ই আমাদের ঘিরে ধরছে বিষাদ। শুধু প্রাপ্তবয়স্করাই নন, মানসিক অবসাদের শিকার কচিকাঁচারাও। সব কিছু সামলাতে না পেরে আত্মহননের পথও বেছে নিচ্ছে অনেকেই।
মনোবিদরা বলছেন, একজন অভিভাবকের সামান্য কয়েকটি পদক্ষেপেই রোখা যেতে পারে সন্তানের এই কাজ। চলুন জেনে নেওয়া যাক, কোন লক্ষ্মণগুলি দেখে বুঝবেন আপনার সন্তান আত্মহত্যাপ্রবণ কিনা?
আরও পড়ুন:

পেট ফাঁপা ও বদহজমের সমস্যায় ভুগছেন? এই ঘরোয়া উপায়গুলি ম্যাজিকের মতো কাজ করবে

বেড়ানোর সেরা ঠিকানা সমুদ্র সৈকত? সঙ্গে এরকম মানানসই স্টাইলিশ ব্যাগ নিচ্ছেন তো?

নিজের শখের প্রতি আপনার সন্তান উৎসাহ হারালে সাবধান হোন।
প্রিয় বন্ধুদের সঙ্গে আচমকা সন্তানের দূরত্ব বাড়ছে কিনা, খেয়াল রাখুন।
বারবার সন্তান মৃত্যুর কথা বললে সাবধান হোন।
নেতিবাচক কথাবার্তা বলছেন কিনা সন্তান খেয়াল রাখুন।
ক্ষণিকের মধ্যে সন্তানের বারবার মুড বদল হচ্ছে কিনা, নজর দিন।
নিজের ক্ষতি করার চেষ্টা করলে সচেতন হোন।
হঠাৎ করে মাদকাসক্ত হয়ে পড়লে সাবধান হোন।

Skip to content