সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


উদ্ধব ঠাকরে।

নির্বাচন কমিশনের কাছে তিনটি নতুন প্রতীক চিহ্ন এবং নাম নিয়ে আবেদন করলেন উদ্ধব ঠাকরে। জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরি পূর্ব আসনে আসন্ন উপনির্বাচনের জন্য প্রচার পরিকল্পনাও সেরে ফেলেছেন উদ্ধব।
সূত্রের খবর, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পছন্দ অনুযায়ী দলের নাম ‘শিবসেনা বালাসাহেব ঠাকরে’, ‘শিবসেনা উদ্ধব বালাসাহেব’ এবং ‘শিবসেনা বালাসাহেব প্রবোধঙ্কর’ ভাবা হয়েছে। আর নির্বাচনী প্রতীক হিসেবে যথাক্রমে ‘ত্রিশূল’, ‘উদিত সূর্য’ এবং ‘মশাল’ নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
এ নিয়ে রবিবার উদ্ধব ও একনাথ দুই শিবিরই অনুগামীদের সঙ্গে বৈঠক করেন। শিবসেনা ১৯৮৯ সালে তির-ধনুককে তাদের নির্বাচনী প্রতীক হিসেবে পায়। যদিও শনিবার নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, উদ্ধব ও একনাথ কোনও শিবিরই প্রতীক হিসেবে ‘তির-ধনুক’ এবং ‘শিবসেনা’ নাম ব্যবহার করতে পারবে না। কমিশন বিকল্প কোনও প্রতীক ও নাম বেছে নেওয়ার কথা বলেছে।
আরও পড়ুন:

শিবসেনা তুমি কার? নির্বাচন কমিশনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে উপযুক্ত তথ্যপ্রমাণ পেশ করতে উদ্ধবকে নোটিস

সঙ্গী বিবাহিত জেনেও সম্পর্কে থাকলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করা যাবে না, জানিয়ে দিল হাই কোর্ট

উল্লেখ্য, প্রকৃত শিবসেনা কারা, তা বেছে নেওয়ার ভার যাতে নির্বাচন কমিশনকে না দেওয়া হয়, তা নিয়ে শীর্ষ আদালতে উদ্ধব শিবির আবেদন করেছিল। যদিও গত ২৭ সেপ্টেম্বর আদালত তা খারিজ করে দেয়। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ উদ্ধব শিবিরের সেই আবেদন বাতিল করে দিয়ে ‘প্রকৃত শিবসেনা’ বেছে নেওয়ার অনুমতি দেয় কমিশনকে।
সুপ্রিম কোর্টে উদ্ধব শিবির ধাক্কা খাওয়ার পর গত শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একানাথ শিন্ডের পক্ষের আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন উদ্ধবদের নোটিস দিয়। শিবসেনা দলের প্রতীক ‘তির-ধনুক’ কেন তাদের থাকবে, সে বিষয়ে নথিপত্র পেশ করতে বলা হয়েছে। উদ্ধব গতকাল শনিবার বেলা ২টোর মধ্যে তা সমস্ত নথিপত্র পেশ করতে বলে নির্বাচন কমিশন।

Skip to content