ছোট ছোট দেখতে আঁচিল বা ওয়ার্ট শরীরের যে কোনও জায়গায়ই হতে পারে। হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সংক্রমণের জন্যই সাধারণত আঁচিল হয়। এই ধরণের আঁচিল স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, শিশু এবং কিশোর-কিশোরীদের এক-তৃতীয়াংশের আঁচিল হয়। আবার প্রাপ্তবয়স্কদের মধ্যে মাত্র ৩-৫ শতাংশের আঁচিলের সমস্যা দেখা যায়। মূলত যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা তুলনায় দুর্বল তাঁদের মধ্যেই এইচপিভি স্ট্রেন সংক্রমণের বেশি ঝুঁকি থাকে। আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।