রসায়নে নোবেলজয়ী তিন বিজ্ঞানী ক্যারোলিন আর বার্তোজ্জি, কে ব্যারি শার্পলেস এবং মর্টেন মেলডাল।
অণুর রাসায়নিক গঠন ও সংযুক্তি নিয়ে যুগান্তকারি দিশা দেখিয়ে রসায়ন শাস্ত্রে একসঙ্গে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। বুধবার দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস এঁদের নাম ঘোষণা করেছে। নোবেল জয়ী তিন বিজ্ঞানী হলেন— আমেরিকার ক্যারোলিন আর বার্তোজ্জি, কে ব্যারি শার্পলেস এবং ডেনমার্কের মর্টেন মেলডাল।
উল্লেখযোগ্য বিষয় হল, এই তিন জনের মধ্যে শার্পলেস ২০০১ সালেও রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন! নোবেল পুরস্কারের ইতিহাসে কে ব্যারি শার্পলেস দ্বিতীয় বিজ্ঞানী যিনি দু, দু’বার রসায়নে এই সম্মান পেলেন। এক্ষেত্রে মোট পুরস্কার মূল্য অর্থাৎ প্রায় ১০ লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকা তিন বিজ্ঞানীর মধ্যে সমান ভাবে ভাগাভাগি হবে। এই তিন বিজ্ঞানীর ‘ক্লিক কেমিস্ট্রি’ সংক্রান্ত গবেষণা ভবিষ্যতে ওষুধ শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে নোবেল কমিটি।
আরও পড়ুন:
হ্যাকারমুক্ত টেলিযোগাযোগ ব্যবস্থা! পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন দেশের তিন বিজ্ঞানী
মানুষের বিবর্তন নিয়ে উল্লেখযোগ্য আবিষ্কারের জন্য মেডিসিনে নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী এসভান্তে পাবো
ফোটো ফিচার: বিদায়ের করুণ সুরে রাঙানো দশমী
এখন পর্যন্ত নোবেল পুরস্কারের ইতিহাসে মোট ১১৬ জন বিজ্ঞানী রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। এঁদের মধ্যে ৭ জন মহিলা বিজ্ঞানী রয়েছেন। ১৯০৩ এবং ১৯১১ সালে দু’বার পদার্থবিদ্যা এবং রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাদাম কুরি। পাশাপাশি ১৯৫৮ এবং ১৯৮০ সালে রসায়নে দু’বার নোবেল পেয়েছিলেন ব্রিটিশ বিজ্ঞানী ফ্রেডরিক স্যাঙ্গারের। এবার সেই রেকর্ড ছুঁলেন শার্পলেস।