বুধবার ২৭ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। কেনাকাটা থেকে ত্বকের চর্চা চলছে জোর কদমে। পার্লারগুলিতেও উপচে পড়ছে ভিড়। ফলে পুজোর আগে ত্বকের জৌলুস অনেকেই ভরসা রাখছেন ঘরোয়া টোটকার উপর। সব সময় সুন্দর ও আকর্ষণীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশি সহজ হয় না। কারণ আমাদের বেশিরভাগ সময়ই কাজের জন্য বাইরে থাকতে হয়। আর শুধু মুখ দাগহীন থাকলেই সৌন্দর্য পরিপূর্ণ হয় না। মুখের পাশাপাশি আমাদের হাত পায়েরও যত্ন নেওয়া প্রয়োজন।
অনেক সময় দেখা যায় আমাদের মুখের সঙ্গে হাত পায়ের রঙ মিলে না। বিশেষ করে বেশিক্ষণ রোদে পুড়লে হাতে পায়ে বাদামি ও কালো কালো এক ধরনের ছোপ পড়ে। অনেকেই রোদে পোড়া কালো দাগ কিংবা হাত, পা, ঘাড়ের কালো দাগ নিয়ে বিব্রত বোধ করেন। আপনি চাইলে ঘরোয়া উপায়ে খুব কম সময়ের মধ্যেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
 

লেবুর রস ও চিনি

হাত, পা, ঘাড়ের কালো দাগ দূর করতে লেবুর রসের তুলনা হয় না। একটা লেবু কেটে তা খোসা-সহ রস ভালোভাবে হাত পায়ের আঙ্গুলে ঘষে নিন। এ ভাবে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এর পর আর একটা লেবু চিপে নিয়ে এর সাথে এক চামচ চিনি মিশিয়ে নিন। এবার এটা হাত পায়ের আঙ্গুলের ভাঁজে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এর পর হালকা গরম জল দিয়ে ঘষে ঘষে তুলে নিন। ভালো উপকার পাবেন।
 

চালেরগুঁড়া ও মধু

এক টেবিল চামচ চালের গুঁড়োর সঙ্গে দুই চামচ মিশিয়ে নিন। এবার স্নান করার ১৫ মিনিট পূর্বে এটি হাত পায়ে লাগিয়ে নিন। এর পর হাত দিয়ে আলতো করে ঘষে ঘষে তুলে নিন। এই মিশ্রণ আপনি যদি সপ্তাহে অন্তত তিনবার ব্যাবহার করেন, তাহলে দু সপ্তাহের মধ্যে ফলাফল বুঝতে পারবেন।

আরও পড়ুন:

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৪: তারপর সেই আঁকাবাঁকা পথে হারিয়ে গেলাম গ্রিন-বে অভিমুখে, সন্ধে পর্যন্ত কোত্থাও যাইনি

ব্রা’র স্ট্র্যাপ উঁকি দিলে অস্বস্তি হয়? এই সহজ কৌশলগুলিকে কাজে লাগান

ছোট্ট সোনামণি সাজতে খুব ভালবাসে? কেমন হবে এ বারের পুজোর বিশেষ রূপটান? রইল টিপস

আর হাতে মাত্র কয়েকটা দিন, পুজোয় মধ্যমণি হতে সাজের এই বিষয়গুলি মেনে চলতেন তো?

 

হলুদ ও লেবুর রস

দাগ দূর করতে হলুদের বিকল্প নেই। প্রথমে এক চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে পেষ্ট করে নিন। এবার এটি হাত পায়ের আঙ্গুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর লেবুর রস দিয়ে ঘষে তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এটি আপনার হাত পায়ের কালো দাগ দূর করার সঙ্গে সঙ্গে ত্বককে আরও টানটান করে।
 

বেসন ও পাকা পেঁপে

পেঁপে ভালো ভাবে ব্লেন্ড করে এর সঙ্গে ২ চামচ বেসন মিশিয়ে নিন। এই মিশ্রণটি স্নান করার ১৫ মিনিট আগে মেখে নিন। যেহেতু হাত ও পায়ের চামড়া ত্বকের তুলনায় বেশি শক্ত হয় তাই এটা লাগিয়ে তুলে ফেলার সময় ঠাণ্ডা জল দিয়ে ভালো ভাবে ঘষে ঘষে তুলতে হবে।
পুজোর আগে কালো দাগ দূর করতে এই ঘরোয়া টোটকা গুলি ব্যবহার করুন। দেখবেন কালো দাগ অনেকাংশে কমে গিয়েছে এবং ত্বক আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে। মনে রাখবেন যাঁদের ত্বকে নানান ধরনের অ্যালার্জির সমস্যা আছে, তাঁরা এগুলি ব্যবহারের পূর্বে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।


Skip to content