সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


হিমাচলপ্রদেশের কুলুতে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পর্যটকবোঝাই গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত পর্যটকের। গুরুতর আহত প্রায় ১০ জন। দুর্ঘটনাটি ঘটে হিমাচলপ্রদেশের কুলু জেলার বাঞ্জর সাব-ডিভিশনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ কুলুর বনজর এলাকায় ৩০৫ নম্বর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল পর্যটকবোঝাই একটি টেম্পো ট্রাভেলার গাড়িটি। রাতের অন্ধকারে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে কুলুর কাছেই খাদে পড়ে যায়।
গাড়িটি খাদে পড়ে যাওয়ার পর স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। পরে প্রশাসনও শুরু করে উদ্ধার কাজ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঁচ জনকে কুলু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি পাঁচ জনের চিকিৎসা চলছে বনজর হাসপাতালেই। কুলুর জেলা প্রশাসক আশুতোষ গর্গ জানিয়েছেন, গাড়িটিতে চালক-সহ মোট ১৭ জন ছিলেন। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পাহাড়ি রাস্তায় খাদের ধার দিয়ে গাড়ি চালানোর সময় চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়। থাকে। তবু দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না কেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

জানা গিয়েছে, দুর্ঘটনায় আহতরা বিভিন্ন রাজ্যের বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা ও দিল্লির কয়েকজন বাসিন্দাদের চিহ্নিতকরণ সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। কুলুতে তাঁরা সকলেই ঘুরতে এসেছিলেন। গতকাল রাতে অন্ধকারের কারণে উদ্ধারকাজ চালাতে কিছুটা বেগ পেতে হলেও, আজ সকালে ফের উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
উল্লেখ্য, হিমাচলপ্রদেশে কুলুতে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। গত জুলাইতে এই জেলাতেই খাদে পড়ে গিয়েছিল একটি স্কুল বাস। সেই ঘটনায় মৃত্যু হয় ১৬ জনের। বেসরকারি ওই স্কুলের বাসটিতে প্রায় ৪০ জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছিল। স্কুলে যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। দুমড়ে-মুছড়ে যাওয়া অবস্থায় বাসটিকে উদ্ধার করা হয়েছিল। কুলু-সহ হিমাচলের প্রদেশের বিভিন্ন জায়গায় বারবার দুর্ঘটনা নিয়ে এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। রাস্তার বেশ কিছু জায়গা দুর্ঘটনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে।

Skip to content