রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


আরও তিন বছর বোর্ডের সভাপতি পদে থাকতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সভাপতি পদে সৌরভের থাকতে কোনও বাধা নেই। বুধবার সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন তিনি। সচিব পদ ধরে রাখতে পারবেন জয় শাহও। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন আধিকারিক। এমনকি, রাজ্য সংস্থার পদ শেষ হওয়ার পরই যোগ দেওয়া যাবে বোর্ডে। কিন্তু ১২ বছর দায়িত্ব সামলানোর পর কুলিং অফে যাওয়া বাধ্যতামূলক। সুতরাং ১২ বছর দায়িত্ব সামলানোর পর কুলিং অফে যেতে হবে সৌরভকে।
সৌরভ এবং জয় শাহ বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন কত দিন? তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী, কোনও ব্যক্তি রাজ্য এবং বোর্ড মিলিয়ে ছ’বছরের বেশি এক টানা ক্রিকেট প্রশাসনে থাকতে পারবেন না। ছ’বছর পূর্ণ হয়ে গেলে তাঁকে তিন বছরের জন্য কুলিং অফ পিরিয়ডে থাকতে হবে। প্রায় আড়াই বছর ধরে সুপ্রিম কোর্টে চলেছে এই মামলা। কখনও মনে হয়েছে, এই বুঝি দেশের শীর্ষ আদালতের নির্দেশে ভারতীয় ক্রিকেটের প্রশাসনিক পদ ছাড়তে হবে সৌরভদের। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। আজ বিচারপতি ধনঞ্জয় চন্দ্রচূড় এবং হিমা কোহলির বেঞ্চে দ্বিতীয় শুনানি হয়। রায় যায় সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহদের পক্ষেই।
আরও পড়ুন:

ত্বকের পরিচর্যায়: টানটান ত্বক চাই? বয়স ধরে রাখতে মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি

এ বার অনলাইনেই ট্র্যাফিক মামলার শুনানি, ব্যাঙ্কশাল আদালতে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ‘ই-কোর্ট’

সুপ্রিম কোর্ট জানাল, রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্ব পালন করা যাবে। দুই জায়গায় এই সময় থাকার পর অবশ্যই কুলিং অফে যেতে হবে। বোর্ডের আবেদন মেনে নেওয়ায় স্বস্তি পেলেন সৌরভ এবং জয় শাহ। ২০১৫ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই দায়িত্ব সামলেছেন ২০১৯ পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছ’বছর বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন তিনি। সুতরাং ২০২৫ সাল পর্যন্ত তিনি বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন। বোর্ড সচিব হিসাবে জয় শাহের মেয়াদও ২০২৫ সাল পর্যন্ত।

Skip to content