শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২০১৪ সালে ‘পিএইচ ডি’ ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘ট্রান্সফর্মিং ইন্ডিয়ান ইকোনমি টু নলেজ ইকোনমি— দ্য রোল অব হিউম্যান রিসোর্স উইথ রেফারেন্স টু ইন্ডিয়া’। এ বার পার্থ চট্টোপাধ্যায়ের সেই ‘পিএইচ ডি’ ডিগ্রি নিয়েও তৎপরতা দেখাতে শুরু করল সিবিআই। জানা গিয়েছে, উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং রেজিস্ট্রার ছাড়া, পার্থকে ‘পিএইচ ডি’ সম্পন্ন করায় কাদের ভূমিকা সক্রিয় ছিল তা দেখা হচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের ভূমিকাও এবার আতস কাচের তলায়। ‘পিএইচ ডি’ নিয়ে তাঁর ভুমিকাও খতিয়ে দেখছে সিবিআই।
মনে করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় ‘পিএইচ ডি’-এর সবকটি ধাপের শর্ত পূরণ না করা সত্ত্বেও তাঁকে ডিগ্রি প্রদান করা দেওয়া হয়। যাঁরা এই বিষয়ে সক্রিয় ভুমিকা নিয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের কেউ ‘এসএসসি-দুর্নীতি’-র সঙ্গে যুক্ত কিনা তাও তদন্ত করে দেখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ নিয়ে বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে জেরাও করেছে সিবিআই।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, সিবিআই আধিকারীকরা কিছু নথিপত্র পরীক্ষা করে দেখেছেন। পাশাপাশি পার্থের ‘পিএইচ ডি’ সংক্রান্ত নথিপত্র ছাড়া কিছু গুরুত্বপূর্ণ নথির প্রতিলিপিও সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পিএইচ ডি’র জন্য জমা দেওয়া পার্থের মার্কশিট, ‘রেজিস্ট্রেশন সার্টিফিকেট’, ‘কোর্স ওয়ার্ক’, মূল গবেষণাপত্রের অংশের প্রতিলিপি প্রভৃতি। সিবিআই আধিকারীকরা এ সব নিয়ে বিস্তারিত জানতে চান উপাচার্যের কাছেও।
উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২০১২ সালে ‘পিএইচ ডি’ করার জন্য ‘রিসার্চ এলিজিবিলিটি টেস্ট’ দেন বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে এও জানা গিয়েছে, ‘কোর্স ওয়ার্ক’-এর জন্য নিয়ম হল ক্লাসে ৭৫ শতাংশ উপস্থিতি থাকা বাধ্যতামূলক। যদিও পার্থ মাত্র দু’দিন ক্লাসে হাজির ছিলেন। বিশ্ববিদ্যালয়কে তৎকালীন বিভাগীয় প্রধান বিষয়টি জানিয়েছিলেন বলেও দাবি করা হয়।
পার্থর গবেষণার শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, এই কাজে উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং এক রেজিস্ট্রার উল্লেখযোগ্য ভুমিকা নেন। বিভিন্ন প্রশাসনিক পদে থাকা কয়েকজন কলেজ শিক্ষকও কলকাতা থেকেও এই কাজে সহযোগিতা করছিলেন বলে জানা গিয়েছে।

Skip to content