সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ফের সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হল শান্তিপ্রসাদ সিন্‌হা এবং অশোক সাহাকে। আজ বিচারপতি শুভার্থী সরকারের এজলাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার হয়। যদিও বিচারক রায়দান স্থগিত রেখেছেন।
এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত এবং দীপঙ্কর বসু আদালতে বলেন, হাই কোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটি এসএসসি দুর্নীতি নিয়ে তদন্ত করেছে।
তাঁর প্রশ্ন, দুর্নীতি নিয়ে সব তথ্যই যদি সিবিআই বাগ কমিটির কাছ থেকে পেয়ে থাকে, তবে তাঁর মক্কেলকে সিবিআই হেফাজতে রাখার দরকার কেন? তিনি বলেন, সিবিআই যখনই ডেকেছে, তখনই তাঁর মক্কেল হাজিরা দিয়েছেন।
এদিকে, এসএসসির প্রাক্তন দুই উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহা একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। সিবিআইয়ের আইনজীবী এই যুক্তিতে তাঁদের ফের নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন বলে আদালতে জানিয়েছেন।

Skip to content