সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ধর্ষণে বাধা দেওয়ায় এক বাস্কেটবল খেলোয়াড়কে স্টেডিয়ামের ছাদ থেকে ছুড়ে ফেলা হয়েছে। এমন অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। পঞ্জাবের মোগা জেলায় ঘটনাটি ঘটেছে। ওই কিশোরী শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পেয়েছে। এখন লুধিয়ানার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
মোগা পুলিশ জানিয়েছে, গত ১২ অগস্ট ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই ওই তিন অভিযুক্ত যুবক পলাতক। অভিযুক্তদের খোঁজ পুলিশ তল্লাশি শুরু করেছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা) এবং ৩৭৬ (ধর্ষণ) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে ওই কিশোরীর বাবার জানিয়েছেন, তাঁর মেয়ে ওই স্টেডিয়ামে অনুশীলনের জন্য গিয়েছিলেন। যতীন কান্দা নামে এক যুবক সেখানে তাঁকে ধর্ষণের চেষ্টা করে। সেখানে আরও দুই যুবক যতীনকে সাহায্য করছিল। ১৮ বছর বয়সি ওই কিশোরী বাস্কেটবল খেলোয়াড় কোনও ভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। তখনই ওই অভিযুক্ত তিন জন তাঁকে স্টেডিয়ামের ছাদ থেকে ধাক্কা দেয়।
মোগা পুলিশের সুপারিন্টেডেন্ট গুলনীত খুরানা বলেন, ওই কিশোরী প্রায় ২৫ ফুট উচ্চতা থেকে নীচে পড়ায় তাঁর পা, হাত এবং চোয়ালে গুরুতর আঘত লেগেছে। তাঁর চিকিৎসা চলছে লুধিয়ানার একটি বেসরকারি হাসপাতালে।

Skip to content