বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


জাপানের এক পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর যত শিশু জন্মায়, তাঁর চেয়ে বেশি সংখ্যায় মানুষ মারা যাচ্ছেন। আর এই জন্মহার কমে যাওয়ার কারণ বুঝতে ও যথাযথ আইন প্রণয়ন করতে অভিনব পদক্ষেপ নিলেন জাপানের এক তরুণ মন্ত্রী। তিনি অন্তঃসত্ত্বা নারীদের যন্ত্রণা বুঝতে দেহে সাড়ে সাত কিলোগ্রাম ওজন লাগিয়ে ঘুরলেন।
দেশের ক্রমহ্রাসমান জন্মহারের সমস্যা নিয়ন্ত্রণ করতে জাপানের প্রধানমন্ত্রী ইদানীং নিয়োগ করেছেন ৪১ বছর বয়সি মন্ত্রী মাসানবু ওগুরাকে। অবিবাহিত মাসানবু জানাচ্ছেন, তাঁর কোনও সন্তান নেই। তাই কেন জাপানের সাধারণ মানুষ সন্তান নিতে চাইছেন না তা বুঝতে তিনি এবং আরও দুই মন্ত্রী পেটে ৭.৩ কিলোগ্রাম ওজন লাগিয়েই রোজকার যাবতীয় কাজকর্ম করে বেড়াচ্ছেন।
এমনকি, তাঁর এই পরিকল্পনাকে বাস্তবাইয়িত করতে তাঁকে সার্বিক ভাবে সহায়তা করেছে জাপানের শাসক দল লিবারাল ডেমোক্রেটিক পার্টির যুব সংগঠন। মাসানবু জানিয়েছেন, ৭.৩ কিলোগ্রাম ওজন নিয়ে ঘুরে বেড়াতে রীতিমতো পিঠে ব্যথা হয়েছে তাঁর। পাশাপাশি গণপরিবহণে স্ফীত উদর নিয়ে যাতায়াত করাও যে কতটা কঠিন তা-ও বুঝতে পেরেছেন তিনি।
তবে এই ওজন নিয়ে ঘুরে বেড়ালেও তিনি অন্তঃসত্ত্বা নারীদের সব সমস্যা বুঝে গিয়েছেন এমন দাবিও করেননি তিনি। বরং তাঁর মনে হয়েছে, জন্মহার কমে যাওয়ার কারণ খুঁজতে এবং সন্তানধারণ করার সময় হবু মায়েদের নানান অসুবিধা বুঝতে আরও বেশি সময় দিয়ে দেখা দরকার।

Skip to content