ছবি প্রতীকী
৩১ জুলাইয়ের মধ্যে আয়কর জমা দিতে না পারলে কী হতে পারে?
আয়কর দফতরের রিপোর্ট বলছে, দেশে প্রায় ৩ কোটি মানুষ ২৫ জুলাই পর্যন্ত আয়কর জমা করার জন্য আবেদন করেছেন পোর্টালের মাধ্যেমে। যাঁরা ৩১ জুলাইয় রবিবারের মধ্যে আয়কর জমা করতে পারবেন না তাঁরা ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জমা দিতে পারবেন। তবে ৩১ জুলাইয়ের আয়কর জমা না করার জন্যে তাঁদের দিতে হবে ‘লেট ফি’। ১৯৬১ সালের আয়কর আইনের ২৩৪-এর এ ধারা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করতে পারলে দিতে হয় জরিমানা।
অতিরিক্ত কত টাকা দিতে হতে পারে?
সেই সঙ্গে যাঁরা ৩১ জুলাইয়ের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেননি, তাঁদের আবেদনও করতে হবে। শুধু তাই নয়, নতুন করে ‘আইটিআর ইউ’ ফর্ম তৈরি করতে হবে। কেন সময়ের মধ্যে আয়কর জমা করা দেওয়া সম্ভব হয়নি, সে সম্পর্কে তথ্য জানতে হবে।