বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

৩১ জুলাই, রবিবার শেষ হচ্ছে ২০২১-২২ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন (আইটিআর) বা আয়কর জমা দেওয়ার সময়সীমা। যদিও অনেকে কিছুদিন ধরে আয়কর জমা করতে পারছেন না বলে অভিযোগ করেছিলেন। আয়কর জমার সময়সীমা বাড়া নিয়ে গুঞ্জনও উঠলেও শেষ পর্যন্ত তা বাড়ছে না বলেই ধরে নিয়েছেন সবাই।
 

৩১ জুলাইয়ের মধ্যে আয়কর জমা দিতে না পারলে কী হতে পারে?

আয়কর দফতরের রিপোর্ট বলছে, দেশে প্রায় ৩ কোটি মানুষ ২৫ জুলাই পর্যন্ত আয়কর জমা করার জন্য আবেদন করেছেন পোর্টালের মাধ্যেমে। যাঁরা ৩১ জুলাইয় রবিবারের মধ্যে আয়কর জমা করতে পারবেন না তাঁরা ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা জমা দিতে পারবেন। তবে ৩১ জুলাইয়ের আয়কর জমা না করার জন্যে তাঁদের দিতে হবে ‘লেট ফি’। ১৯৬১ সালের আয়কর আইনের ২৩৪-এর এ ধারা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা না করতে পারলে দিতে হয় জরিমানা।

 

অতিরিক্ত কত টাকা দিতে হতে পারে?

বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকার মধ্যে হলে লেট ফি ১০০০ টাকা।
যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষের বেশি, তাঁদের লেট ফি লাগবে ৫০০০ টাকা।
সেই সঙ্গে যাঁরা ৩১ জুলাইয়ের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেননি, তাঁদের আবেদনও করতে হবে। শুধু তাই নয়, নতুন করে ‘আইটিআর ইউ’ ফর্ম তৈরি করতে হবে। কেন সময়ের মধ্যে আয়কর জমা করা দেওয়া সম্ভব হয়নি, সে সম্পর্কে তথ্য জানতে হবে।


Skip to content